পুনর্বাসনের জন্য নাউরুর শরণার্থীদের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করা বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া সরকার।
তবে প্রক্রিয়াটি যথাসময়ে নতুন করে আরম্ভ করার আশা প্রকাশ করেন অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রী পিটার দাটন। যুক্তরাষ্ট্র নাউরুতে আটক সাড়ে ১২শ শরণার্থীকে নেওয়ার জন্য গত নভেম্বরে অস্ট্রেলীয় কর্তৃপক্ষের সাথে একটি চুক্তি করে। কিন্তু সে চুক্তি নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের মধ্যে শরণার্থী গ্রহণের বিষয়টি নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। তারপর থেকেই এ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।
এদিকে ট্রাম্প চুক্তির সমালোচনা করলেও যুক্তরাষ্ট্র বলেছে, তারা শরণার্থীদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করবে। দাটন বলেন, ইউএস ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি’র কর্মকর্তারা জানুয়ারিতে প্রশান্ত মহাসাগরীয় দেশটিতে এসেছেন। তারা এ সপ্তাহে চলে গেলেন।
মার্কিন কর্মকর্তারা আবার কবে আসবেন এ নিয়ে কোন মন্তব্য করতে পারবেন না তিনি। তবে তাদের সাথে অনেক কাজ হয়েছে বলে জানিয়েছেন এ মন্ত্রী। এসব শরণার্থীরা মূলত ইরান, ইরাক ও আফগানিস্তান থেকে এসেছে। তাদেরকে গ্রহণ করতে নারাজ অস্ট্রেলিয়া সরকার। তাই তাদেরকে নাউরু ও পাপুয়া নিউ গিনির মানুস দ্বীপে আটক রাখা হয়েছে। বিবিসি।
No comments:
Post a Comment