জার্মানির প্রেসিডেন্ট হিসেবে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমেয়ারকেই বেছে নিল দেশটির আইনসভা। ৬১ বছর বয়সী সোশাল ডেমোক্রেট নেতা স্টেইনমেয়ার বর্তমানে দেশটির সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদদের মধ্যে অন্যতম।
প্রেসিডেন্ট নিযুক্ত হওয়ার পর ভাবা হচ্ছে, স্টেইনমেয়ার জার্মানিকে বিশ্বের দরবারে আদর্শিকভাবে অনেকদূর এগিয়ে নিয়ে যাবেন। যদিও গত মার্কিন নির্বাচনের প্রচারণাকালীন মুহুর্তে তিনি বর্তমান প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেন। সাবেক জার্মান এই আইনজীবী ট্রাম্পকে ‘ঘৃণা প্রচারক’ হিসেবে উল্লেখ করতেও ছাড়েন নি।
প্রেসিডেন্ট নিযুক্ত হওয়ার পর ভাবা হচ্ছে, স্টেইনমেয়ার জার্মানিকে বিশ্বের দরবারে আদর্শিকভাবে অনেকদূর এগিয়ে নিয়ে যাবেন। যদিও গত মার্কিন নির্বাচনের প্রচারণাকালীন মুহুর্তে তিনি বর্তমান প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেন। সাবেক জার্মান এই আইনজীবী ট্রাম্পকে ‘ঘৃণা প্রচারক’ হিসেবে উল্লেখ করতেও ছাড়েন নি।
ভীতু রাজনীতিবিদদের সমালোচনাকারী এই নেতা মানুষের অধিকারের ব্যাপারে সবসময় সোচ্চার হয়ে কথা বলেন। বার্লিন পার্লামেন্টের ফেডারেল এসেম্বলি অধিবেশনে স্টেইনমেয়ারকে নির্বাচন করেন সদস্যরা। এতে তিনি মোট ১২৬০ ভোট থেকে ৯৩১ ভোট পান। এসময় জার্মানির ১৬টি প্রদেশের আইনজীবী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে, ওয়াল্টার স্টেইনমেয়ার দুই মেয়াদে প্রায় ৮ বছর জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিবিসি।
এর আগে, ওয়াল্টার স্টেইনমেয়ার দুই মেয়াদে প্রায় ৮ বছর জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিবিসি।
No comments:
Post a Comment