কলম্বিয়ার এক বৃদ্ধ দম্পতি দীর্ঘ ২২ বছর ধরে নর্দমায় বসবাস করছেন। অন্য কোথাও থাকার জায়গা না পেয়ে বাধ্য হয়েই পরিত্যক্ত ম্যানহোলের নর্দমায় ২২ বছর আগে বসবাসের সিদ্ধান্ত নেন তাঁরা।
মারিয়া গারসিয়ো ও তাঁর স্বামী মিগেল রেসত্রেপো মিলে ওই নর্দমাকেই বসবাসযোগ্য করে তুলেছেন। তাঁদের সেই বাড়িতে এখন টিভি, ফ্যান, বৈদ্যুতিক বাতি সবই আছে।
ওই দম্পতি কলম্বিয়ার মেদেজিনে থাকার সময় মাদকাসক্ত হয়ে পড়েন। যে জায়গাটি কুখ্যাত, হিংস্র ও মাদকপাচার এলাকা হিসেবেই বেশি পরিচিত।
মাদকাসক্ত থাকাবস্থায় ওই দম্পতি রাস্তায় থাকতেন। এরপর একসময় তাঁরা মাদকসেবন ছাড়ার সিদ্ধান্ত নেন। কিন্তু কোনো বন্ধু বা পরিবার তাঁদের থাকার জায়গা বা অর্থ দিয়ে সাহায্য করতে এগিয়ে আসেনি। তাই বাধ্য হয়ে ওই নর্দমায় থাকার সিদ্ধান্ত তাঁদের।
এখন সেখানে তাঁরা ভালোই আছেন। ম্যানহোলের ভেতরে রান্না ও খাওয়া-দাওয়ার ব্যবস্থা করেছেন তাঁরা। ম্যানহোলের ভেতরের অন্ধকার কাটাতে সেখানে বৈদ্যুতিক বাতিরও ব্যবস্থা রয়েছে।
উৎসব বা ছুটির দিনে তাঁরা সেই বাড়ির সাজসজ্জা করেন। বৃষ্টি থেকে বাঁচতে ম্যানহোলের ওপর টিনের ছাউনি দেন।
ওই বাড়িতে তাঁদের সঙ্গে এখন একটি কালো রঙের কুকুরও থাকে। তাঁদের অনুপুস্থিতিতে ওই কুকুরই তাঁদের ওই বাড়ি পাহারা দেয়।
No comments:
Post a Comment