সেই নির্বাচনী প্রচার-প্রচারণার সময় থেকেই খ্যাতিমান বিভিন্ন ব্যক্তিত্বের সঙ্গে কথার লড়াইয়ে জড়িয়ে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিজয়ী হয়ে হোয়াইট হাউজে উঠার পরও স্বভাবসুলভ মারমুখী ভূমিকায় আছেন তিনি। এবার কথার তীর ছুড়েছেন হলিউড অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগাকে। তবে প্রেসিডেন্টের কথা শুনে চুপ করে থাকেননি টারমিনেটর তারকা। তিনিও পাল্টা হুল ফুটিয়েছেন। বলেছেন, ‘হেই ডোনাল্ড! যখন আমরা টিভি ছেড়ে চলচ্চিত্রে ব্যস্ত হয়ে পড়েছি। তখন তুমি টিভিতে এসেছো। এখন আবার আমি ফিরে এসেছি। তুমি টিভি ছাড়ায় মানুষ এখন স্বস্তি নিয়ে ঘুমোতে যেতে পারছে।’
বিশ্বখ্যাত অভিনেতা শোয়ার্জনেগারও কিন্তু জনপ্রতিনিধিত্ব করেছেন। তিনি ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর। শোয়ার্জনেগার এখন রিয়ালিটি শো দ্য এপ্রেনটিসের উপস্থাপক। তার আগে এটি হোস্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প। তার সময়ে নাকি অনুষ্ঠানটি বেশি জনপ্রিয় ছিলো। এই প্রসঙ্গ সামনে এনে দিন কয়েক আগে ওয়াশিংটনে হোয়াইট হাউজে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টের আয়োজনে ট্রাম্প শোয়ার্জনেগারকে বিদ্রুপ করে বলেন, ‘আমি থাকতে অনুষ্ঠানটির টিআরপি হাই ছিলো। প্রেসিডেন্ট হয়ে অনুষ্ঠানটি ছেড়ে দিয়েছি। শোয়ার্জনেগার আসার পর এর জনপ্রিয়তা কমে যাচ্ছে।’
এই কথা শুনে চুপ করে থাকতে পারেননি আর্নল্ড শোয়ার্জনেগার। তার একজন মুখপাত্র জানিয়েছেন, টারমিনেটর তারকা নিজের চরকায় তেল দিতে বলেছেন ট্রাম্পকে। তিনি চান ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে জনপ্রিয় হওয়ার জন্য মনোযোগ দিক। কারণ এ যাবতকালে যারা প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউজে উঠেছেন, তাদের মধ্যে ট্রাম্পই সূচনালগ্নে সবচেয়ে কম জনপ্রিয়।
এই বাকযুদ্ধের অংশ হিসেবেই শোয়ার্জনেগার একটি ভিডিও প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। আর ট্রাম্প ঝড় তুলছেন টুইটারে নানান মন্তব্য করে।
দেখুন সেই ভিডিও:
তথ্যসূত্র: সিএনএন, এবিসি ও হিন্দুস্তান টাইমস।
No comments:
Post a Comment