ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শুরু হল গভর্নর নির্বাচনের জন্য ভোট গ্রহণ। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে গত ৫০ বছর পর প্রথমবারের মত খ্রিস্টান এক ব্যক্তিকে জাকার্তার গভর্নর হিসেবে নির্বাচন করার পর এই নির্বাচনের আগে তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করা হয়। শেষ পর্যন্ত মামলাটি আদালতে প্রমাণিত না হলেও নির্বাচনে তার দারুণ প্রভাব পড়েছে বলে জানায় বিবিসি।
বিবিসি প্রতিবেদনে আরো জানানো হয়, নির্বাচনের ফলাফল যাই হোকনা কেন, সেখানে ধর্ম অবমাননা ইস্যুটি বেশ বড় করে প্রচারণা পেয়েছে। আর সে কারণেই শুরুতে বেশ এগিয়ে থাকা গতবারের গভর্নর বাসুকি তাঝাজা পূর্নামা পিছিয়ে আছেন। 'অহক' নামে পরিচিত এই গভর্নরের আবারো নির্বাচিত হওয়া প্রায় নিশ্চিত ছিল। কিন্তু ধর্ম অবমাননা ইস্যুটির কারণে তার জনপ্রিয়তায় ভাঁটা পরে।
আজ বুধবার জাকার্তার প্রায় ১ কোটি ভোটার গভর্নর নির্বাচনে অংশ নেবে। বিবিসি।
No comments:
Post a Comment