নতুন নির্বাচন কমিশন প্রসঙ্গে ২০-দলীয় জোটের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে বিএনপি চেয়ারপাসনের ডাকা বৈঠক শুরু হয়েছে।
মঙ্গলবার রাত ৯ টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের নিজ কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে।
নতুন নির্বাচন কমিশন নিয়ে বৈঠকের পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে দলটি।
চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে সোমবার রাত সাড়ে ৯টায় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
একটি সূত্র থেকে জানা যায়, বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে নতুন কমিশন নিয়ে আলোচনা হয়েছে। আলোচনায় নেতারা বলেছেন, এই কমিশন দলনিরপেক্ষ হয়নি। কারো কারো অতীতে বিতর্কিত ভূমিকা ছিল। তাই নতুন কমিশন নিয়ে বিএনপিতে নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে।
উল্লেখ্য, সোমবার রাত পৌনে ১২টার দিকে এ বৈঠক শেষ হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে তার গুলশানের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে স্থায়ী কমিটির নয়জন সদস্য অংশ নেন।
No comments:
Post a Comment