ইয়েমেনের দুর্ভিক্ষ পীড়িত প্রায় ১ কোটি ২০ লাখ মানুষকে খাদ্য ও অন্যান্য জীবন রক্ষাকারী সহায়তা প্রদানে উন্নত বিশ্বের প্রতি জোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
এ লক্ষ্যে প্রায় ২ দশমিক ১ বিলিয়ন ডলারের অর্থ সহায়তা কামনা করেছে সংস্থাটি।
ইয়েমেন পরিস্থিতি সর্বনাশা এবং দ্রুত অবনতির দিকে যাচ্ছে বলে দাবি করেছেন জাতিসংঘের মানবিক সমন্বয়কারী জেমি ম্যাকগোল্ডরিক।
্িবধ্বস্ত ইয়েমেনে প্রায় ৩ কোটি ৩০ লাখ মানুষ ভয়াবহ অপুষ্টির শিকার যার ২ কোটি ১০ লাখই শিশু। গোটা জাতির অনেকাংশই সৌদি আরবের নেতৃত্বাধীন সুন্নি জোটের সঙ্গে ইরান মিত্র হুতি বিদ্রোহীদের পক্ষ নিয়ে ভাগ হয়ে গেছে।
দুবছর ধরে চলা যুদ্ধে প্রাণ হারিয়েছে প্রায় ১০ হাজার মানুষ, যা আরব উপদ্বীপের এ দেশটিতে মানবিক সঙ্কট প্রবল করে তুলছে।
ফলে, প্রায় ১৯ মিলিয়ন ইয়েমেনবাসীর জন্য প্রয়োজনীয় সহায়তা ও সুরক্ষা খুব জরুরি হয়ে পড়েছে বলে জানায় জাতিসংঘ। চলমান বিমান হামলা, ভয়াবহ যুদ্ধ ও অবকাঠামো ধ্বংসের কারণে মানবিক সহায়তাও বিপর্যস্ত হচ্ছে।
ইয়েমেনের অর্থনীতিকে ধ্বংস করে ফেলা হচ্ছে উল্লেখ করে জাতিসংঘের বিবৃতিতে আরো জানা যায়, গত বছর অপুষ্টিতে প্রায় ৬৩ হাজার ইয়েমেনি শিশু মারা যায়। আর এই অমানবিক পরিস্থিতি ঠেকাতে এখনই বিশ^নেতাদের এক হয়ে সিদ্ধাস্ত নেয়ার আহ্বান জানান।
No comments:
Post a Comment