ঘানাকে হারিয়ে আফ্রিকান নেশনস কাপের ফাইনালে উঠেছে ক্যামেরুন। বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে ঘানাকে ২-০ ব্যবধানে হারিয়ে ৮ বছর পর আফ্রিকান নেশনস কাপের শিরোপা লড়াইয়ের যুদ্ধে অবতীর্ণ হয়েছে ক্যামেরন। আগামী রোববার গ্যাবনের রাজধানী লিব্রেভিলের স্টাডে ডি লে’মিতাইয়ের ফাইনালে ক্যামেরুনের প্রতিপক্ষ সাতবারের চ্যাম্পিয়ন মিশর।
ঘানা সর্বশেষ আফ্রিকান নেশনস কাপের (আফকন) শিরোপা জিতেছিল ১৯৮২ সালে। এরপর তারা তিনটি ফাইনালে হেরেছে। ২০০৮ সালে ক্যামেরুন নিজেদের সর্বশেষ ফাইনালে এ মিশরের কাছেই হেরে শিরোপা হাতছাড়া করে।
ক্যামেরুন এবারের আসরে সেমিফাইনালে উঠে কোয়ার্টার ফাইনালে সেনেগালকে টাইব্রেকারে হারিয়ে। আর ঘানা উঠে কঙ্গোকে ২-১ গোলে হারিয়ে।
সেমিফাইনালের ম্যাচে প্রথমার্ধে দুদলই গোল করতে ব্যর্থ হয়। দ্বিতীয়ার্ধে ৭২ মিনিটে ঘানার গোলকিপার আব্দুল রাজাকের ভুলে এগিয়ে যায় ক্যামেরুন।
পরে ক্যামেরুনের ফাইনাল নিশ্চিত করেন ক্রিস্টিয়ান বাসোগ। মাঝ মাঠ থেকে বল টেনে নিয়ে গিয়ে ঘানার গোলরক্ষককে পরাস্ত করে দলের দ্বিতীয় গোলটি করেন ২১ বছর বয়সি এ ফরোয়ার্ড।
No comments:
Post a Comment