Social Icons

Friday, February 10, 2017

কোন কারণে পরকীয়ায় জড়িয়ে পড়ে মানুষ

১-মানিয়ে নিতে না পারা- অনেক সময় দেখা যায় অনেক মানুষই জীবনের ওঠা পড়ার সঙ্গে ঠিক মতোখাপ খাইয়ে উঠতে পারেন না। আশ্রয় খোঁজেন অন্য কারও কাছে। পরিবারেস্বামী বা স্ত্রী সেই নির্ভরতা দিতে না পারলে, অন্য কোনও নির্ভরযোগ্য জায়গাখোঁজেন অনেকে। ফলে জড়িয়ে পড়েন পরকীয়া সম্পর্কে।
২-অপছন্দের বিয়ে- বিয়েতে মনের মিল না হওয়ায় বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনাথাকে বেশি। অনেক সময় বাড়ির চাপে বা কোনও অবাঞ্ছিত পরিস্থিতিতে মানুষ মতের অমতে গিয়ে বিয়ে করতে বাধ্য হন। যাঁর ফল স্বরূপ অনেকেই অন্য সম্পর্কের দিকে ঝুঁকে পড়েন।
৩-শারীরিক চাহিদা- বিবাহিত সম্পর্কে অনেকেই একটা সময়ের পর শারীরিক সম্পর্কে আকর্ষণ হারিয়ে ফেলেনস্বামী-স্ত্রী। এই একঘেয়েমি কাটাতেও অন্য সম্পর্কে জড়িয়ে পড়েন কেউ কেউ।
৪-সম্পর্কে বদল- সন্তানের বাবা-মা হয়ে যাওয়ার পর অনেক সময়ই স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে বদল আসে।ফলে দু’জনের মধ্যের স্বাভাবিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়। এই সময় মানুষ এমন একজনকে চায়, যাঁকে বন্ধুর মতো পাশে পাওয়া যাবে। ফলে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন অনেকে।

৫-মানসিক অশান্তি- দীর্ঘদিনের স্বামী-স্ত্রীর সম্পর্কে অনেক সময়ই মানসিক দুরত্ব তৈরি হয়। মনের শান্তি খুঁজতে গিয়েও অনেকে অন্যের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন।
৬-ভিন্ন চাহিদা- অনেক সময় দু’জনের মধ্যে জীবনের চাহিদাগুলো নিয়ে দ্বিমত দেখা যায়। এটিও কখনও কখনও পরকীয়ার কারণ হয়ে দাঁড়ায়।
৭-মতবিরোধ- স্বামী-স্ত্রীর মধ্যে মতবিরোধ হওয়া খুবই সাধারণ ঘটনা। কিন্তু এটাই যখন তীব্র আকার ধারণকরে তখন অনেকেই পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন।
৮-উচ্ছ্বাসের অভাব- আপনার উল্টোদিকের মানুষটি ম্রিয়মান হলে বা তাঁর জীবন নিস্তরঙ্গ হলে অনেকসময়ই তা অন্য মানুষটির প্রকৃতির সঙ্গে মেলে না। ফলে মানুষ অন্য কারওর মধ্যে সেই উন্মাদনাগুলো খোঁজার চেষ্টা করেন।
৯-ইচ্ছাগুলো না মেলা- অনেক সময়ই ইচ্ছা-অনিচ্ছার মিল না হওয়ায় মানুষ এমন কাউকে খোঁজে যাঁর সঙ্গে তাঁর ইচ্ছাগুলো মিলবে।
১০-অর্থনৈতিক দায়বদ্ধতা- চার দেওয়ালের মধ্যে হাজার রকম অর্থনৈতিক দায়বদ্ধতার মধ্যে হাঁফিয়ে ওঠে মানুষ। পরকীয়া সম্পর্কে এই দায়িত্বগুলো কম থাকায় অনেকেই এই সম্পর্কে মানসিক শান্তি খুঁজে পান।
১১-উচ্চাকাঙ্খা- অনেক সময় কিছু সুবিধালোভী মানুষ উচ্চপদের জন্য বা অন্য কোনও লালসাতেও এই ধরনের সম্পর্কে জড়িয়ে পড়েন।
১২-অল্প বয়সে বিয়ে- দেখা গেছে, যাঁদের ২০ পেরোতে না পোরোতেই বিয়ে হয়ে যায়, তাঁদের ক্ষেত্রে পরিণতবয়সে গিয়ে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ার প্রবণতা বেশি থাকে।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates