নারীরা নগ্ন হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেরাচ্ছেন। তাদের নগ্ন শরীরে বিভ্ন্নি কথা লেখা। ভাবুন তো কি হতে পারে। হ্যা নগ্নহয়ে সূর্যস্নানের প্রতিবাদে এ কাণ্ড করেছে আর্জেন্টিনার নারীরা।
সূর্যস্নান অনেক দেশেই স্বাভাবিক বিষয় হলেো আর্জেন্টিনায় নারীদের টপলেস হয়ে সূর্যস্নানের অধিকার নেই। কিন্তু সে দেশের নারীদের সমুদ্রতীরে টপলেস হয়ে গায়ে রোদ মাখার অধিকার চাই ই চাই। মহিলাদের এই দাবি মানতে নারাজ সে দেশের সরকার। প্রতিবাদে বিক্ষোভে সামিল মহিলারা।
আর তাদের প্রতিবাদের ধরনটিও অভিনব। মহিলারা নগ্ন হয়ে গায়ে রং মেখে, দাবির কথাগুলি লিখে রাস্তায় নেমেছেন। সম্প্রতি রাজধানী বুয়েনস আয়ার্স থেকে ৫০০ কিমি দূরে নেকোছিয়ায় তিন মহিলা বিকিনি পরে রাস্তায় বেরলে তাদের বুকঢাকা পোশাক পরতে বাধ্য করে জনা কুড়ি পুলিশ। একেই দুর্নীতি, চরম আর্থিক সঙ্কটে ভুগছে দেশটি। তার ওপর সেদিনের পুলিশের ওই আচরণ মেনে নিতে পারছে না অনেকেই। এই ক্ষমতা দেখানোর মানসিকতার অবসান হোক, বলছে অনেকেই।
তাদের হাতে ছিল দাবি লেখা প্ল্যাকার্ডও। তাঁদের বক্তব্য, শরীর আমাদের। তার মালিক আমরাই। ইচ্ছা হলে শরীর দেখাব। আমরা তো ভোগ্যপণ্য নই!
প্রসঙ্গত, কয়েকদিন আগে প্রকাশ্য স্থানে বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছিলেন এক যুবতী মা। তাঁকে রীতিমতো শাসিয়ে তাড়িয়ে দেয় পুলিশ। তার প্রতিবাদেও মিছিল করেন হাজার হাজার নারী।
No comments:
Post a Comment