মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন পদত্যাগ করেছেন। রাশিয়ার সঙ্গে যোগাযোগ নিয়ে বিতর্ক জোরদারের প্রেক্ষাপটে তিনি পদত্যাগ করলেন। মার্কিন কোনো প্রেসিডেন্টের দফতর থেকে এত তাড়াতাড়ি বড়মাপের কোনো কর্মকর্তার পদত্যাগের ঘটনা এটিই প্রথম। দায়িত্ব নেওয়ার পর মাস না পেরোতেই এ ঘটনাকে ট্রাম্প প্রশাসনের জন্য বড় হোঁচট হিসেবে বিবেচনা করা হচ্ছে। অনেক বিশ্লেষক এর সঙ্গে ওয়াটারগেট কেলেঙ্কারির মিল দেখতে পাচ্ছেন। বিবিসি, আলজাজিরা।
ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার আগেই ফ্লিন যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞা নিয়ে রাশিয়ার রাষ্ট্রদূত সের্গেই কিসলিয়াকের সঙ্গে আলোচনা করেছিলেন বলে অভিযোগ রয়েছে। সেই আলোচনা নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বিভ্রান্তিকর তথ? দেওয়ারও অভিযোগ রয়েছে ফ্লিনের বিরুদ্ধে। এ নিয়ে আলোচনার মধে?্যই গতকাল হোয়াইট হাউসের পক্ষ থেকে মাইকেল ফ্লিনের পদত?্যাগের খবর নিশ্চিত করা হল।
গত ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরপরই জাস্টিস ডিপার্টমেন্ট ফ্লিনের রুশ যোগাযোগ নিয়ে হোয়াইট হাউসকে সতর্ক করে দিয়েছিল। বলা হয়েছিল, ফ্লিন রাশিয়ার ব্ল্যাকমেইলের শিকার হতে পারেন।
ডেমোক্র্যাট নেতারা তখন ফ্লিনের অপসারণ দাবি করলেও ফ্লিন নিষেধাজ্ঞা নিয়ে রুশ দূতের সঙ্গে আলোচনার কথা অস্বীকার করেন। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সও পরে ফ্লিনের পক্ষ নিয়ে কথা বলেন।
এ নিয়ে বিতর্কের মধে? হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পাইসার গত সোমবার বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প নিজে বিষয়টি পর্যালোচনা করছেন। ফ্লিনের সঙ্গে পেন্সের কী কথা হয়েছে, তাও তিনি ভাইস প্রেসিডেন্টের কাছ থেকে জেনেছেন।
গত সপ্তাহে ওয়াশিংটন পোস্টে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নিয়ে হইচই শুরু হয়। ৯ সাবেক ও বর্তমান কর্মকর্তার বক্তব্যকে উদ্ধৃত করে গত বৃহস্পতিবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, প্রকৃতপক্ষে ফ্লিন নিষেধাজ্ঞা প্রশ্নে আলোচনা করেছেন। ওই প্রতিবেদন প্রকাশের পর ট্রাম্প জানান, তিনি এ ব্যাপারে খতিয়ে দেখবেন। ডেমোক্র্যাট দলের শীর্ষ নেতা ও মার্কিন গোয়েন্দাদের কেউ কেউ এ ব্যাপারে এফবিআইকে দিয়ে তদন্ত করানোর আহ্বান জানান। পদত?্যাগপত্রে ফ্লিন লিখেছেন, রাশিয়ার দূতের সঙ্গে তার টেলিফোন আলাপের বিষয়ে ‘অসম্পূর্ণ তথ?্য’ দেওয়া হয়েছিল, তবে সেটা ‘ইচ্ছাকৃত নয়’।
হোয়াইট হাউস জানিয়েছে, মাইকেল ফ্লিনের পদত?্যাগের ফলে আপাতত জেনারেল কিথ কেলগ ভারপ্রাপ্ত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব চালিয়ে নেবেন। ৭২ বছর বয়সী কেলগ ওহাইও অঙ্গরাজ্যে জন্মগ্রহণ করেন। তিনি ৩৬ বছর সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।
Wednesday, February 15, 2017
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment