Thursday, February 2, 2017
পাঁচ মুসলিম দেশকে ভিসা দেবে না কুয়েত
মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাঁচ দেশকে ভিসা দেবে না কুয়েত। পাকিস্তান, সিরিয়া, ইরাক, আফগানিস্তান ও ইরানের নাগরিকদের ভিসা না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
মাত্র কদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাতটি মুসলিম দেশের ওপর নিষেধাজ্ঞা জারির পরপরই কুয়েত এমন সিদ্ধান্তে আসল। ওই পাঁচটি দেশ থেকে চরমপন্থীরা কুয়েতে প্রবেশ করতে পারে আশঙ্কা করে এই সিদ্ধান্ত নেয় মধ্যপ্রাচ্যের দেশটি।
উল্লেখ্য, গত ২০১৫ সালে কুয়েতের একটি শিয়া মসজিদে জঙ্গি হামলার ঘটনায় ২৭ জন নিহত হয়েছিল। এরা সবাই কুয়েতের নাগরিক ছিল। তাই আগেও একবার সিরিয়ার নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল কুয়েত।
গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) সদস্য দেশ হওয়ায় জিসিসিভুক্ত দেশগুলো এবং ইরানের মধ্যে কুয়েতের এমন সিদ্ধান্ত নিয়ে ব্যাপক উত্তেজনা শুরু হয়েছে।
Labels:
আন্তর্জাতিক
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment