ব্যাপক প্রতিবাদ সত্ত্বেও মেক্সিকোর এক নারীকে স্বদেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। তিনি ১৪ বছর বয়স থেকে যুক্তরাষ্ট্রে বাস করছেন। গতরাতে অভিবাসন অফিসের বাইরে থেকে সাত বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। সেখানেই ওই নারীকে আটক রাখা হয়েছিল। খবর বার্তা সংস্থা এএফপি’র।
স্থানীয় সময় সকাল ১০টায় অ্যারিজোনার নোগালেস সীমান্তে দিয়ে গুয়াদালুপে গ্রাসিয়া ডি রাইয়োস (৩৬) নামের ওই নারীকে মেক্সিকোতে পাঠিয়ে দেয়া হয়। তিনি দুই সন্তানের জননী। তারা যুক্তরাষ্ট্রেই জন্মগ্রহণ করে।
বুধবার রাতে বিক্ষোভকারীরা তাকে বহনকারী গাড়ি অবরোধের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।
গ্রাসিয়ার মেয়ে জ্যাকুলিন সংবাদ সম্মেলনে বলেন, ‘আমার মাকে ভ্যানগাড়িতে দেখতে আমরা যে কি কষ্ট হয়েছিল, তা ভাষায় প্রকাশ করা যাবে না।’
১৪ বছর বয়সী জ্যাকুলিন অশ্রুসিক্ত অবস্থায় জানায়, ‘আর কারো মাকে যেন তার কাছে থেকে ছিনিয়ে নেয়া না হয়। এই যন্ত্রণা যেন আর কাউকে সহ্য করতে না হয়।’
No comments:
Post a Comment