উত্তর কোরিয়ার অনুরোধ সত্ত্বেও কিম জং ন্যামের লাশ ফেরত দেয়নি মালয়েশিয়া। দেশটির কর্মকর্তারা বলছে, নিহত ব্যক্তির পরিবারের কেউ ডিএনএ নমুনা দিয়ে শনাক্ত করার পরই কেবল লাশ নিতে পারবেন।
মালয়েশিয়া পুলিশ আজ শুক্রবার জানায়, কুয়ালালামপুর বিমানবন্দরে কিম জং ন্যামের হত্যাকাণ্ডে গন্ধহীন, বিস্বাদ ও উচ্চমাত্রায় বিষাক্ত নার্ভ এজেন্ট ভিএক্স ব্যবহার করা হয়। যেটিকে জাতিসংঘ ‘গণবিধ্বংসী মারণাস্ত্র’ হিসেবে চিহ্নিত করেছে ।
দ. কোরিয়ার বিশেষজ্ঞরা শুক্রবার জানান, উ. কোরিয়ার ভিএক্সসহ কমপক্ষে পাঁচ হাজার মেট্রিক টনের ব্যাপক রাসায়নিক অস্ত্রভাণ্ডার রয়েছে।
মালয়েশিয়া পুলিশ জানায়, গত ১৩ ফেব্রুয়ারি মালয়েশিয়ার কুয়ালালামপুরের বিমানবন্দরে ম্যাকাওগামী ফ্লাইটের জন্য অপেক্ষা করছিলেন জং ন্যাম। এ সময় দুই নারী তার মুখমন্ডলে বিষাক্ত উপাদান স্প্রে করেন। এ কারণেই তার মৃত্যু হয়। তারপর থেকে ন্যামের মরদেহ দেশটির এক হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
পুলিশ বলছে, জং ন্যামের চোখ ও মুখমণ্ডল থেকে সংগৃহীত নমুনায় ‘ভিএক্স নার্ভ এজেন্ট’ নামের উচ্চমাত্রার বিষাক্ত রাসায়নিকের উপস্থিতি পাওয়া গেছে।
মালয়েশিয়ার পুলিশ প্রধান খালিদ আবু বকর এক বিবৃতিতে বলেছেন, জং ন্যামের মৃত্যুর কারণ নিশ্চিত হতে সংগৃহীত অন্যান্য নমুনাও পরীক্ষা করা হচ্ছে। এএফপি।
No comments:
Post a Comment