আফগানিস্তানের রাজধানী কাবুলে সুপ্রিম কোর্টে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪৫ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করছে কর্তৃপক্ষ।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার বিকালে সুপ্রিম কোর্ট চত্বরের পার্কিং এলাকায় এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
তাৎক্ষণিক বোমা হামলার দায় কেউ স্বীকার করেনি। সাম্প্রতিক মাসগুলোতে তালেবান ও অন্যান্য জঙ্গি গোষ্ঠীর চালানো হামলার মধ্যে এটি ভয়াবহ।
কর্মকর্তারা বলছেন, অফিস শেষে বাড়ি যাওয়ার উদ্দেশে রওয়ানা হওয়া কর্মকর্তা-কর্মচারীদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।
জাতিসংঘের তথ্য মতে, আফগানিস্তানের বেসামরিক নাগরিকদের হতাহতের ঘটনা রেকর্ড ছাড়িয়েছে। ২০১৬ সালে জঙ্গি হামলায় তিন হাজার ৪৯৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
No comments:
Post a Comment