Social Icons

Saturday, March 3, 2018

সিরিয়ায় রাসায়নিক অস্ত্র সরবরাহের অভিযোগ উত্তর কোরিয়ার অস্বীকার

সিরিয়ায় ধারাবাহিকভাবে রাসায়নিক অস্ত্র পাঠানোর অভিযোগ অস্বীকার করলেন উত্তর কোরিয়া প্রেসিডেন্ট কিম জং উন। দেশটির সরকারি সংবাদমাধ্যম জানাচ্ছে, উত্তর কোরিয়া কোনদিনই সিরিয়ায় অস্ত্র পাঠায়নি। 
উল্টে মার্কিন যুক্তরাষ্ট্রকে কাঠগড়ায় দাঁড় করিয়ে উত্তর কোরিয়ার দাবি, কোরিয় যুদ্ধে রাসয়নিক অস্ত্র সরবরাহ করেছিল ডোনাল্ড ট্রাম্পের দেশই। কোরিয়ার বিদেশমন্ত্রালয়ের মুখপাত্র জানিয়েছেন, সে দেশে রাসায়নিক অস্ত্র বা তার কোনও উপাদান তৈরি হয় না। তারা রাসায়নিক অস্ত্রের বিরোধী বলেও দাবি করেছে উত্তর কোরিয়া।
প্রসঙ্গত, জাতিসংঘের ফাঁস হয়ে যাওয়া একটি রিপোর্টে জানা গেছে, ২০১২ থেকে ২০১৭ পর্যন্ত ৪০টির বেশি রাসায়নিক অস্ত্রের উপাদান সিরিয়াকে সরবরাহ করেছিলেন কিম জং উন। এর মধ্যে রয়েছে বিশেষ ধরনের থার্মোমিটার, ভাল্ব। যেগুলি রাসায়নিক অস্ত্রের ব্যবহৃত হয়ে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
তবে নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এই খবরকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দেয় উত্তর কোরিয়ার সংবাদমাধ্যম। তারা দাবি করে, মার্কিন যুক্তরাষ্ট্রই প্রথম রাসায়নিক অস্ত্র এবং যুদ্ধাস্ত্র ব্যবহার করে ১৯৫০-৫৩ সালে কোরিয় যুদ্ধে প্রায় ৫০ হাজার মানুষকে হত্যা করেছে।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates