Social Icons

Saturday, March 3, 2018

থাইল্যান্ডে ৩০টির বেশী নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের আবেদন

থাইল্যান্ডে আরো ৩০টিরও বেশী নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন জমা দিয়েছে। শুক্রবার ব্যাংককে রাজনৈতিক দলের নিবন্ধনের উদ্বোধনী দিনে এসব আবেদনপত্র জমা দেয়া হয়। জান্তা শাসিত এদেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। খবর এএফপি’র।
 
২০১৪ সালে এক বৈপ্লবিক অভ্যুত্থানে নির্বাচিত সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে থাইল্যান্ড সেনা শাসন চলছে এবং তারা দেশটিতে সবচেয়ে স্বৈরাচারী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে।
 
ক্ষমতা দখলের পর জেনারেলরা দেশটিতে সকল রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ করে এবং তারা দেশে গণতন্ত্র ফিরিয়ে দেয়ার তাদের প্রতিশ্রুতি বারবার ভঙ্গ করে।
 
২০১৯ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জান্তা প্রধান এ সপ্তাহে আবারো প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। তিনি বলেন, এক্ষেত্রে কোন ব্যতয় ঘটবেনা। নির্বাচনী উদ্দীপনার আগাম ইঙ্গিত হিসেবে নতুন অনেক রাজনৈতিক দল নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য শুক্রবার আবেদনপত্র জমা দিয়েছে।
 
শুক্রবার সকালে এক কর্মকর্তা এএফপিকে বলেন, এ পর্যন্ত ৩৪টি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছে। 

বাসস। 

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates