ব্রাজিলের সবচেয়ে জনবহুল রাজ্য সাও পাওলোতে চলতি সময়ে পীত জ্বরের প্রাদুর্ভাবে এখন পর্যন্ত ৩২৬ জন আক্রান্ত হয়েছে এবং ১১৬ জন মারা গেছে। শুক্রবার স্বাস্থ্য কর্তৃপক্ষ একথা জানিয়েছে। মাত্র এক সপ্তাহে মৃতের সংখ্যা ১৪ জন বেড়েছে। একই সময়ে ৪০ জন এই রোগে আক্রান্ত হয়েছে। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
সাও পাওলোর গ্রামীণ এলাকাগুলোতেই এই রোগের সংক্রমণ দেখা দিয়েছে। এই রোগে আক্রান্তদের ৫৯ দশমিক ১ শতাংশ লোক মারিপোরা ও আতিবাইয়া শহরের বাসিন্দা। এই রোগের আরো বিস্তার ঠেকাতে স্থানীয় কর্তৃপক্ষ ব্যাপক টিকাদান কর্মসূচি হাতে নিয়েছে।
সিনহুয়া।


No comments:
Post a Comment