স্পেনের বাঙালি অধ্যুষিত এলাকা লাভাপিয়াসে সেনেগালের এক ব্যবসায়ীর মৃত্যুকে কেন্দ্র করে বিভিন্ন দোকানপাট ও ব্যাংকে ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভাঙচুর চালানো হয়। এতে বেশ কিছু প্রবাসী বাংলাদেশিদের দোকানও ক্ষতিগ্রস্থ হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে ।
স্পেন প্রবাসী বাংলাদেশি হোসেন রায়হান জানান, এ ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাঙ্গালিসহ সব প্রবাসীদের মধ্যে। অনেকেই ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে শঙ্কায় আছেন।
এই প্রবাসী বাংলাদেশি জানান, অবৈধভাবে ব্যবসা করতেন মাম্মি ম্যানিজ (৩৫) নামেও ওই সেনেগাল নাগরিক। স্থানীয় নগর পুলিশের তাড়া খেয়ে আতঙ্কিত হয়ে পড়েন তিনি। ওই সময় রাস্তায় পড়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। এতে আফ্রিকা প্রবাসীরা ক্ষুব্ধ হয়ে স্পেন পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে।এসময় লাভাপিয়েস এর আশে পাশে ব্যবসা-প্রতিষ্ঠান, ব্যাংক, এমনকি ডাস্টবিনেও আগুন ধরিয়ে দেন ক্ষুব্ধ প্রবাসীরা।
No comments:
Post a Comment