যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা গ্যারি কোহেন পদত্যাগ করতে যাচ্ছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।
ট্রাম্প প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাদের পদত্যাগের হিড়িকের মধ্যে মঙ্গলবার তিনি সরে দাঁড়নোর কথা জানালেন।
মুক্তি বাণিজ্যের গোঁড়া সমর্থক কোহেনের পদত্যাগ নিয়ে এর আগেও বহু জল্পনা কল্পনা চলছিল। অ্যালুমিনিয়াম ও স্টিল আমদানিতে ট্রাম্পের শুল্ক আরোপের পরিকল্পনায় ক্ষুব্ধ ছিলেন তিনি।
গত সপ্তাহে কোহেন সতর্ক করে দিয়ে বলেন, ট্রাম্প যদি শুল্ক আরোপের দিকে যায়, তবে তিনি পদত্যাগ করবেন। ট্রাম্পকে কর আরোপ করা থেকে ফেরাতে তিনি অভ্যন্তরীণভাবে ব্যাপক তদবির করেছেন।
আসছে যে কোনো সপ্তাহে সরে দাঁড়াতে পারেন কোহেন।
এক বিবৃতিতে গোল্ডম্যান স্যাকস ব্যাংকের সাবেক প্রধান বলেন, দেশের হয়ে কাজ করতে পারা ও জনগণের জন্য একটি উৎপাদনমুখী অর্থনৈতিক নীতি কার্যকর করা অনেক সম্মানের।
গত বছরের শেষের দিকে ব্যাপক কর সংস্কারে ডোনাল্ড ট্রাম্পকে সহায়তা করেছিলেন ৫৭ বছর বয়সী কোহেন।
তবে এখন ধারনা করা হচ্ছে, তাদের সম্পর্কের ক্ষেত্রে সেই ঘনিষ্ঠতা আর নেই।
কোহেন বলেন, আমাকে সুযোগ দেয়ার জন্য প্রেসিডেন্টের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতে তিনি ও তার প্রশাসন সফল হবেন বলে কামনা করছি।


No comments:
Post a Comment