ভিসার খরচের বাইরে অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছেন অসাধু দালাল চক্র। এসব দালালদের কারণে সরকার নির্ধারিত অবিবাসন ব্যয় দিনকে দিন বেড়েই চলেছে। তারপরও থেমে নেই অভিবাসন দালালেরা্। বিদেশ পাঠানোর নাম করে টাকা নিয়ে আত্মসাৎ করার পাশাপাশি এরা বিদেশে ভালো কাজ দেয়ার নাম করে বাড়তি টাকা নিয়ে থাকে। কিন্তু বিদেশ যাওয়ার পর আশানুরূপ কাজ না মিললে প্রবাসীরা যখন অভিযোগ করেন, তখন চড়াও হন তাদের উপর। এমন কি প্রাণনাশের হুমকি থেকে শুরু করে সব ধরনের জুলুম নির্যাতন করা হয় অসহায় প্রবাসীদের ওপর। সম্প্রতি, সৌদি আরব গিয়েছিলেন আগ্রহী বাংলাদেশি জামাল(ছদ্মনাম)।
তিনি বলেন, “বিদেশ ভাল চাকরির কথা বলে পঞ্চাশ হাজার টাকার ভিসা , ষাট হাজার টাকায় তাঁর কাছে বিক্রি করে কোম্পানিগঞ্জ থানার সিরাজপুর ইউনিয়ন লোহারপলের দুলাল আর সাইফুল। দোকানের ভিসা দিবে বলে দোকানের ভিসা দেয় নাই। ভিসা দিছে বাসার দারওয়ানের। যাকে বলে আমেল মন্জিল ভিসা। বিদেশে আসার পর ৬ মাস তাঁর কোন বেতন হয়নি বলেও অভিযোগ করেন এই প্রবাসী। বেতনের কথা বললে সাইফুল হুমকি দেয় মরুভূমিতে পাঠিয়ে দেয়ার। গত ৭ মার্চ পুলিশ তাকে ধরে আঙ্গুলের ছাপ নিয়া যায়। পরে বিষয়টি নিয়ে দুলালের কাছে জানতে চাইলে, দুলাল আর সাইফুল তাকে চেয়ার দিয়ে পিটিয়ে চোখ নষ্ট করে দিয়েছে বলেও জানান প্রতারিত এই ব্যক্তি। শুধু তাই নয় এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ করলে প্রাণনাশের হুমকিও দেই ওই দুজন।
No comments:
Post a Comment