Social Icons

Sunday, March 11, 2018

কানাডার নাগরিক হওয়ার শর্ত ও আবেদনের নিয়ম

কানাডার নাগরিক হতে গেলে কিছু শর্ত পূরণ করতে হয়। তা হলঃ বয়স, স্থায়ী বাসিন্দা, কানাডায় বসবাসের স্থায়িত্ব, ইনকাম ট্যাক্স ফাইল করা, কানাডায় বসবাসের মনস্থ করা, ভাষার দক্ষতা, এবং কানাডা সম্পর্কে সাধারণ জ্ঞান।

বয়স (Age)

কানাডার নাগরিক হিসেবে আবেদন করতে বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। ১৮ বছরের কম বয়সী শিশুর জন্য নাগরিকত্বের আবেদন করার নিয়মঃ

১। আপনাকে সন্তানের বাবা-মা, দত্তক পিতা বা মাতা বা আইনগত অভিভাবক হতে হবে,

২। সন্তানের কানাডায় স্থায়ী বাসিন্দা (Permanent Resident) হতে হবে, এবং

৩। একজন অভিভাবককে অবশ্যই কানাডিয়ান নাগরিক হতে হবে অথবা একই সময়ে নাগরিকত্বের জন্য আবেদনকারী হতে হবে। (দত্তক অভিভাবকের ক্ষেত্রেও এটি  প্রযোজ্য)

স্থায়ী বাসিন্দা  (Permanent Resident Status)

কানাডায় স্থায়ী বাসিন্দা (পার্মানেন্ট রেসিডেন্ট) অবস্থায়  থাকতে হবে এবং পার্মানেন্ট রেসিডেন্ট স্ট্যাটাস কোনো আইনি প্রশ্নের মুখে থাকতে পারবেনা। অর্থাৎ,

  • জালিয়াতির  কারণে  অভিবাসন (ইমিগ্রেশন) পর্যালোচনার অধীনে থাকা

  • রিমুভ্যাল অর্ডার (দেশ ত্যাগ) এর অধীনে থাকা

  • পার্মানেন্ট রেসিডেন্ট স্ট্যাটাস এর শর্তাবলী পূরণ না করা

কানাডায় বসবাস করার স্থায়িত্ব (Time you have lived in Canada)

* আবেদনের তারিখের ঠিক আগে বিগত ছয় বছরের মধ্যে অন্তত ১৪৬০ দিন স্থায়ী বাসিন্দা (পার্মানেন্ট রেসিডেন্ট) হিসেবে কানাডায় শারীরিকভাবে উপস্থিত থাকতে হবে।

* এছাড়া ছয় বছরের মধ্যে চার ক্যালেন্ডার বছরে কমপক্ষে প্রতিবছর ১৮৩ দিন করে শারীরিকভাবে কানাডায় উপস্থিত থাকতে হবে। এই প্রয়োজনীয়তা ১৮ বছরের কম বয়সী শিশুদের জন্য প্রযোজ্য হবে না।

* PR (পার্মানেন্ট রেসিডেন্ট) কার্ডের মেয়াদের তারিখ উত্তীর্ণ হয়ে গেলেও আপনি সিটিজেনশিপ এর জন্য আবেদন করতে পারেন।

ইনকাম ট্যাক্স ফাইল করা (Income Tax File)

* আবেদনের সময় গত ছয় বছরের মধ্যে কমপক্ষে চার বছরের পার্সোনাল ইনকাম ট্যাক্স  ফাইল করার শর্ত পূরণ করতে হবে।

* কানাডায় বসবাসের জন্য মনস্থ করা (Intend to Reside)



ভাষা (Language Ability)

কারো বয়স যদি ১৮ থেকে ৬৪ বছরের মধ্যে হয়ে থাকে তবে আবেদনের সময় Language ability proof (ইংলিশ অথবা ফ্রেঞ্চ; কানাডার দাপ্তরিক ভাষার যে কোনো একটি) জমা দিতে হবে। এই Language ability proof অবশ্যই সিটিজেনশিপ এন্ড ইমিগ্রেশন কানাডা কর্তৃক অনুমোদিত হতে হবে।

কানাডা সম্পর্কে জ্ঞান (How Well You Know Canada)

কারো বয়স  যদি ১৮ থেকে ৬৪ এর মধ্যে হয়ে থাকে, তবে কানাডার নাগরিক হতে গেলে অবশ্যই কানাডার ইতিহাস সম্পর্কে জানতে হবে (আবেদন করার পর সিটিজেনশিপ এবং ইমিগ্রেশন কানাডা একটি গাইড প্রদান করবে যাতে কেউ সিটিজেনশিপ টেস্ট এর জন্য প্রস্তুতি নিতে পারেন)। এই টেস্ট এর উদ্দেশ্য হলো নাগরিকত্ব পেতে হলে কানাডা সম্পর্কে কতটুকু জ্ঞান রয়েছে তা যাচাই করা। এটি সাধারণত একটি লিখিত পরীক্ষা।  তবে কখনো কখনো মৌখিক আকারেও সিটিজেনশিপ অফিসার এই পরীক্ষা নিয়ে থাকেন।

নিষেধাজ্ঞা (Prohibition)

কানাডা অথবা কানাডার বাইরে অন্য দেশে কোনো অপরাধে অভিযুক্ত হয়ে জেলে থাকলে ওই সময় কানাডার নাগরিকত্বের আবেদন করা যাবেনা।

আবেদন করতে কী কী লাগবেঃ

১। নির্ধারিত সিটিজেনশিপ আবেদনপত্র (Citizenship form) এবং শারীরিক উপস্থিতি প্রমাণপত্র (Physical Presence form CIT 0407) জমা দিতে হবে।

এছাড়া কানাডার কোন নাগরিক যদি সরকারি চাকরির সুবাদে তার পার্মানেন্ট রেসিডেন্ট স্বামী/স্ত্রী’কে নিয়ে কানাডার বাইরে অবস্থান করেন, তখন নাগরিকত্ব পেতে Resident Outside Canada Form (CIT 0177) পূরণ করে জমা দিতে হবে।

২। ইমিগ্রেশন ডকুমেন্টস ( Immigration Documents)

  • রেকর্ড অফ ল্যান্ডিং (Record of Landing (IMM 1000) অথবা

  • Confirmation of Permanent Residence (IMM 5292 or IMM 5688), এবং

  • পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড (Permanent Resident Card)

এই পেপারগুলোর  শুধু পরিষ্কার ফটোকপি লাগবে।  সত্যায়িত করার প্রয়োজন নাই।

৩। ভাষার দক্ষতা (Language Ability)

ভাষার দক্ষতার প্রমাণপত্রঃ-

যেমনঃ IELTS, CELPIP, অথবা কানাডার পোস্ট সেকেন্ডারি ডিপ্লোমা (post secondary diploma ) ইত্যাদি।  ফটোকপি জমা দিতে হবে।

৪। গত ছয় বছরে ব্যবহৃত সকল পাসপোর্টের পরিচ্ছন্ন ফটোকপি।

  • পাসপোর্টের বায়োগ্রাফিক্যাল পেইজের কপি। এটি হল, যে পাতাগুলোতে নাম, ছবি, পাসপোর্ট নম্বর, ইস্যুর এবং মেয়াদউত্তীর্ণ হওয়ার তারিখ আছে।

  • যদি পাসপোর্টের ভ্যালিডিটি এক্সটেনশন (Validity Extension) হয়ে থাকে তবে সেই পাতাগুলোরও ফটোকপি দিতে হবে।

এক্ষেত্রেও শুধু পরিষ্কার ফটোকপি লাগবে। সত্যায়িত করার প্রয়োজন নাই।

৫। দুইটি আইডেন্টিটি ডকুমেন্ট এর ফটোকপি (পার্সোনাল আইডেন্টিফিকেশন)

যেমনঃ

  • কানাডিয়ান ড্রাইভারস লাইসেন্স

  • কানাডিয়ান হেলথ ইন্সুরেন্স কার্ড

  • পাসপোর্টের বায়োলজিক্যাল পেইজের ফটোকপি

-শুধু পরিষ্কার ফটোকপি লাগবে।  সত্যায়িত করার প্রয়োজন নাই।

৬। দুই কপি সিটিজেনশিপ ফটো

৭। আবেদনপত্র বাবদ পরিশোধিত অর্থের (পেমেন্ট) মূল রশিদ (Receipt)

৮। পুলিশ ক্লিয়ারেন্স (Police Clearence) সার্টিফিকেটঃ

আবেদনের সময়ের ঠিক পূর্বের গত চার বছরে কানাডা ছাড়া যদি অন্য কোনো দেশে ১৮৩ দিনের বেশি কেউ থেকে থাকেন, তাহলে তাকে সেই দেশের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের মূল্য কপি আবেদনের সময় জমা দিতে হবে।

বিশেষ দ্রষ্টব্যঃ আবেদনের শর্ত ও নিয়মাবলী সময়ের সাথে সাথে নিয়মিত পরিবর্তিত হতে দেখা যায়। আবেদনের সময় সঠিকভাবে শর্ত ও তথ্যাবলী জেনে নির্দিষ্ট ফর্মে আবেদন করতে হবে।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates