বৃহস্পতিবার কুয়েতে পৃথক স্থানে দুইজন বাংলাদেশি প্রবাসী মারা যায়। একজন হৃদরোগে আক্রান্ত হয়ে আরেকজন ব্রেইন স্ট্রোকে।
গত ১৬ ফেব্রুয়ারি ২০১৮ সালে সদ্য কুয়েত আসা কুমিল্লা মুরাদ নগরের বাবুল নামে হৃদরোগে আক্রান্ত হয়ে ১মার্চ সকালে কুয়েতে খাইতানস্থ কোম্পানির ব্রাকে বৃহস্পতিবার মারা যায়।
অন্যদিকে ঐ দিন সকাল সাড়ে দশটায় কানন আহমেদ (৫০) নামে আরেক প্রবাসী মারা যান। তার বাড়ি সিলেটের গোলাপগঞ্জ থানার বাজেশ্বরী গ্রামে। তিনি গত ২২ বছর যাবত কুয়েত আছেন। তার অসহায় পরিবার কুয়েতে আছে। স্ত্রী ও দুই সন্তানের আকামা সমস্যা। গত দেড় মাস পূর্বে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধিন অবস্থায় ছিলেন।
গত ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী নবীনগরের মো: আলমের মৃতদেহ এখনো কুয়েতের হিমঘরে আছে। সরকারি বন্ধের কারণে বাংলাদেশ থেকে প্রয়োজনীয় কাগজপত্র এখনো দূতাবাসে না আসায় লাশ পাঠাতে বিলম্বিত হচ্ছে বলে মৃতের আত্মীয়স্বজন জানান।
No comments:
Post a Comment