যুক্তরাষ্ট্রে মুসলিমবিরোধী বিলের বিরোধিতা করেছে একটি মানবাধিকার গ্রুপ। দেশটির আইডাহো অঙ্গরাজ্যে এইচবি-৪১৯ নামের একটি বিল পাস হয়েছে।
ওই বিলে রাজ্যে ‘বিদেশি আইন’ নিষিদ্ধ করা হয়েছে। রাজ্যের প্রতিনিধি পরিষদের বিলটি পাস হয়েছে। এখন সিনেটে পাসের চেষ্টা চলছে।
তবে ওয়াশিংটন ভিত্তিক মানবাধিকার গ্রুপ কাউন্সিল অন ইসলামিক রিলেসনস (কেয়ার) বলেছে, এটা ইসলামবিদ্বেষী বিল। এর অর্থ শরীয়াহ আইন প্রবর্তন করা যাবে না। একই বিল দেশটির আরো অনেক রাজ্যে পাসের প্রক্রিয়া চলছে।
আল-জাজিরা
No comments:
Post a Comment