সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সোমবার মিসরে পৌঁছেছেন। সালমানকে বহনকারী বিমানটি স্কট দিয়ে নিয়ে যায় মিসরের বিমানবাহিনীর ৩টি যুদ্ধবিমান। খবরআরব নিউজের।
সফরের উদ্দেশ্যে সালমান সোমবার মিসরে গেছেন। তাকে বহনকারী বিমানটি মিসরের আকাশসীমায় পৌঁছলে সেটিকে স্কট দিতে শুরু করে দেশটির ৩টি যুদ্ধবিমান।
এটি ক্রাউন প্রিন্সর প্রথম মিসর সফর। সফরের কয়েক ঘণ্টার মধ্যেইদুই দেশের মধ্যে ১৬ বিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করা হয়েছে। তবে চুক্তির বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।
এছাড়া আঞ্চলিক রাজনৈতিক সংকট সমাধানের দুই দেশের মধ্যেও অন্য একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।


No comments:
Post a Comment