মৃত্যুর পর অঙ্গ দান করার সিদ্ধান্ত নেওয়ায় ভারতীয় মুসলিম ডাক্তার আরশাদ মনসুরির বিরুদ্ধে ফতোয়া জারি করেছে উত্তরপ্রদেশের কানপুরের একটি মাদ্রাসা। ওই প্রতিষ্ঠানের দাবি, ইসলাম ধর্ম অঙ্গদানের অনুমতি দেয় না। অন্যথায় আরশাদকে একঘরে করে দেয়ার হুমকিও দিয়েছে তারা।
তবে নিজের বিরুদ্ধে এমন ফতোয়া জারির পর সিদ্ধান্তে অটল রয়েছেন মনসুরি। ফতোয়ার নির্দেশ শোনার পর, কানপুরের রাম ডেন্টাল কলেজের ডিরেক্টর আরশাদ বলেন, ‘সমাজের কল্যাণে আমার এই সিদ্ধান্ত। আমি চাই মুসলিম সমাজ থেকে আরো অনেকে এই কাজে এগিয়ে আসুক।’ নিজের সিদ্ধান্তে অবিচল থাকার পর তার কাছে হুমকি ফোন আসতে শুরু করেছে বলে জানিয়েছেন আরশাদ। এ বিষয়ে পুলিশের দ্বারস্থ হলে তারা কোনো ব্যবস্থা নেয়নি বলেও জানিয়েছেন তিনি।
জানা গেছে, হানিফ বরকতি নামে স্থানীয় এক মুসলিম ধর্মগুরু আরশাদের বিরুদ্ধে এই ফতোয়া জারি করেন। তার দাবি, ‘ইসলাম ধর্ম অঙ্গদান নিয়ে কী বলে, সে প্রসঙ্গে জানতে তার কাছে এসেছিলেন আরশাদ এবং তিনি আরশাদকে জানিয়ে দেন যে ইসলাম ধর্ম অঙ্গদানে অনুমতি দেয় না।’ বরকতির মতে, এর পরও কেউ যদি তা মানতে রাজি না হন, তা হলে সন্দেহ জাগে সেই ব্যক্তি মুসলিম কি না! ইন্ডিয়া টুডে।
No comments:
Post a Comment