গতমাসে পিএসজির হয়ে মার্সেইয়ের বিপক্ষে খেলতে নেমেই পায়ে চোট পেয়ে অপারেশন টেবিলে যেতে হয়েছিল ব্রাজিল সুপারস্টার নেইমারকে। রাশিয়া বিশ্বকাপের আগে তার মাঠে ফেরা নিয়ে যখন জল্পনা চলছে, তখন তার জাতীয় দল ও পিএসজি সতীর্থ থিয়াগো সিলভা জানালেন ভিন্ন কথা। তার মতে, চলতি ফরাসি লিগ ওয়ানের ফাইনালেই নাকি মাঠে ফিরবেন নেইমার!
ফরাসি কাপের ফাইনাল মাঠে গড়াবে আগামী ৮ মে। শিরোপা জয়ের মঞ্চে যেতে আগামী ১৮ এপ্রিল সেমি-ফাইনালে সিয়েঁর মুখোমুখি হবে উনাই এমেরির দল। এর আগে গতকাল রবিবার নেইমারকে ছাড়াই আনহেল দি মারিয়া ও দানি আলভেসের গোলে নিসকে ২-১ ব্যবধানে হারায় পিএসজি। ম্যাচ শেষে ফাইনালে ওঠা প্রায় নিশ্চিত ধরে নিয়েই যেন নেইমারের ফেরার সম্ভাবনার কথা বললেন সিলভা।
তার ভাষায়, 'আমি আগামী সপ্তাহে নেইমারের সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করছি। যতদূর মনে হচ্ছে, সে ভালো আছে এবং তার এখনও বিশ্রাম দরকার। আমি মনে করি, সে দ্রুত সেরে উঠছে; ফরাসি কাপের ফাইনালে সে ফিরতে পারে, যেটা ক্লাবের জন্য গুরুত্বপূর্ণ।'
একইসঙ্গে বিশ্বকাপের কথাও মনে করিয়ে দিলেন তিনি। আগামী জুনে শুরু হতে যাওয়া এই আসরের আগে পুরোপুরি সেরে ওঠা নেইমারের জন্যও গুরুত্বপূর্ণ বলে মনে করেন সিলভা, 'অবশ্যই তাকে বিশ্বকাপের জন্য তৈরি হতে হবে। ফিরে আসাটা তার জন্যও গুরুত্বপূর্ণ। তবে খুব তাড়াতাড়ি নয়, তাকে ভালোভাবে সেরে উঠতে হবে এবং বিশ্বকাপ-আগামী মৌসুমের জন্য কোনো ঝুঁকি নেওয়া যাবে না।'
No comments:
Post a Comment