যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় শক্তিশালী ঝড় রাইলির আঘাতে এ পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে ১২টি অঙ্গরাজ্যের প্রায় ২৩ লাখ মানুষ।
কর্তৃপক্ষ জানায়, ঝড়ের তাণ্ডবে গাছ ভেঙে ভার্জিনিয়া ও নিউইয়র্কে ২ শিশুর মৃত্যু হয়। বাল্টিমোর, ভার্জিনিয়া ও পেনসিলভানিয়াসহ ৪টি অঙ্গরাজ্যে মারা যান আরো ৪ জন।
ভারি বৃষ্টি, তুষারপাত এবং তীব্র ঝড়ো হাওয়ার কারণে ম্যাসাচুসেটসের সমুদ্র উপকূলবর্তী এলাকা থেকে এরইমধ্যে সরিয়ে নেয়া হয়েছে ১ হাজার ৮শ’র বেশি স্থানীয় বাসিন্দাকে। গাছ ও ধ্বংসস্তূপের কারণে সড়ক বন্ধ থাকায় বেশিরভাগ অঙ্গরাজ্যের যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে।
এরইমধ্যে ভার্জিনিয়া ও মেরিল্যান্ডে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে ২শ'র বেশি উদ্ধারকর্মী।
No comments:
Post a Comment