বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রীদের বোরকা পরা নিষিদ্ধ করেছে ইন্দোনেশিয়ার একটি ইসলামিক বিশ্ববিদ্যালয়। এতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে উঠেছেন শিক্ষার্থীসহ তাদের অভিভাবকরা।
দ্য ইন্ডিপেন্ডেন্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে, জাভার ইয়োগাকার্তা শহরে অবস্থিত ‘দ্য স্টেট ইসলামিক ইউনিভার্সিটি’ তাদের ক্যাম্পাসে বোরকা নিষিদ্ধ করেছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, এই সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে সকলের সঙ্গে আলাদা করে শলা-পরামর্শ করা হবে। দ্য স্টেট ইসলামিক ইউনিভার্সিটির মতে, বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণের স্থানে বোরকা অথবা নেকাব না পরলে চলবে।
এদিকে, এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে প্রতিবাদ করেছে বিভিন্ন ইসলামিক দল। তারা জানায়, বোরকা পরা হচ্ছে নারীর দায়িত্ব এবং স্বাধীন অধিকার। এই সিদ্ধান্তের ফলে তাদের স্বাধীনতা কেড়ে নেয়া হচ্ছে।
No comments:
Post a Comment