মাত্র ৬ রানের মধ্যে পরপর তিন উইকেট হারানোর পর মুশফিকুর রহিম ও সাব্বির রহমানের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ। পাঁচ ওভারের মধ্যে ৩৩ রানে তিন উইকেট হারায় সাকিব বাহিনী। এরপর চতুর্থ উইকেটে মুশফিক-সাব্বির মিলে লড়াই করছেন। ৮ ওভার শেষে তাদের সংগ্রহ তিন উইকেটে ৫৯ রান।
এর আগে দুর্দান্ত একটা সূচনার আভাস দিয়ে আউট হয়ে যান দুই ওপেনার লিটন দাস ও তামিম ইকবাল। চতুর্থ ওভারের দ্বিতীয় বলে দলীয় ২৭ রানে ওয়াশিংটন সুন্দরের বলে সুরেশ রায়নার হাতে ধরা পড়েন লিটন। ওয়ানডাউনে তামিমের সঙ্গে জুটি বাঁধেন সাব্বির রহমান। কিন্তু দলের স্কোরে কোন রান যোগ হওয়ার আগেই দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে আউট হয়ে যান তামিমও। চাহালের বলে সীমানার দড়ির একেবারে উপরে শারদুল ঠাকুরের হাতে ধরা পড়েন তিনি। পঞ্চম ওভারের শেষ বলে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন সৌম্য সরকার।
নিদাহাস ট্রফি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে টস জিতে শুরুতে ফিল্ডিং নেয় ভারত। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শুরু হয়েছে ম্যাচটি।
স্বাধীনতার ৭০ বছর পূর্তি উপলক্ষে ভারত ও বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় এই টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করেছে শ্রীলঙ্কা।
No comments:
Post a Comment