সৌদি বাহিনীর সঙ্গে ইয়েমেনের রাজধানী সানার উপকণ্ঠে স্থানীয় হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের সংঘর্ষ হয়েছে। এতে দু' পক্ষের প্রায় ৮০ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।
ইয়েমেনের কর্মকর্তারা জানিয়েছেন, সানা প্রদেশের নিহম এলাকায় শনিবার দু'পক্ষের সংঘর্ষে অন্তত ৫৫ জন নিহত ও কয়েক ডজন ব্যক্তি আহত হয়েছে। এছাড়া, ইয়েমেনের পশ্চিম উপকূলে অন্য এক সংঘর্ষে দুপক্ষের ২৫ জন নিহত হয়।
তবে এই সংঘর্ষে কোন পক্ষে কতজন নিহত হয়েছে তার স্পষ্ট পরিসংখ্যান এখনো প্রকাশিত হয়নি। কিন্তু উভয় পক্ষে যথেষ্ট রক্তক্ষয় হয়েছে বলে জানা গেছে। এতে সৌদি বাহিনীর অগ্রগতি থামিয়ে দেওয়ার দাবি করেছে হুথিরা।
অন্যদিকে, ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন জানিয়েছে, এ সংঘের্ষ সৌদি বাহিনীর কয়েক ডজন সদস্য নিহত হয়েছে।
No comments:
Post a Comment