Social Icons

Sunday, May 27, 2018

রাশিয়া বিশ্বকাপ ২০১৮ : স্টেডিয়াম পরিচিতি


আগামী ১৪ জুন থেকে শুরু হতে যাচ্ছে ‘গ্রেটেস্ট শো অব দ্যা আর্থ’ রাশিয়া বিশ্বকাপ ২০১৮। যেখানে একটি ট্রফির জন্য মোট ৩২ টি দল ৮ গ্রুপে ভাগ হয়ে ৬৪টি ম্যাচ খেলবে ১১ টি শহরের ১২ টি ভেন্যুতে। বিশ্বকাপের ভেন্যুগুলো নিয়ে ফুটবল জগৎ ও ফুটক্রিকইনফোর চলতি সিরিজ: ‘স্টেডিয়াম পরিচিতি’র ১ম পর্বে আজ থাকছে  লুজনিকি স্টেডিয়াম

লুজনিকি স্টেডিয়াম:

লুজনিকি স্টেডিয়ামটি রাশিয়ার জাতীয় স্টেডিয়াম, এর অবস্থান রাশিয়ার রাজধানী মস্কোতে। স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা ৮১,০০০ যা এটিকে রাশিয়ায় বৃহত্তম ফুটবল স্টেডিয়াম এবং ইউরোপের বৃহত্তম স্টেডিয়ামগুলির একটিতে পরিনত করেছে। স্টেডিয়ামটি লুজনিকি অলিম্পিক কমপ্লেক্সের একটি অংশ, এবং এটি মস্কো শহরের সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের ওরুকের খামোভনিকি জেলায় অবস্থিত। মস্কো নদীর বাঁক দিয়ে বয়ে যাওয়ার সেখান এর  নাম পাওয়া যায়, ১৯৫৩ সালে স্টেডিয়ামটি নির্মিত হয়েছিল, তখন এর নামকরণ করা হয়েছিলো “ম্যডোজ”। ১৯৬২ সালে স্টেডিয়ামটির নাম পাল্টে সেন্ট্রাল লেনিন স্টেডিয়াম করা হয় এবং তা ১৯৯২ সাল পর্যন্ত বলবৎ ছিলো।
                                                 
লুজনিকি ১৯৮০ সালের অলিম্পিক গেমসের প্রধান স্টেডিয়াম ছিল, যা উদ্বোধনী এবং সমাপনী অনুষ্ঠানগুলির সফল আয়োজন করে এবং সেই সাথে ফুটবলে কয়েকটি বড় উইরোপীয়ান প্রতিযোগীতার ফাইনালও আয়োজন করে। লুজনিকি একটি উয়েফা ক্যাটাগরি ৪ স্টেডিয়াম, লুজনিকি ১৯৯৯ সালে উয়েফা কাপের ফাইনাল এবং ২০০৮ সালের উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফাইনাল আয়োজন করে। ১৯৭৩ সালের গ্রীষ্মকালীন ইউনিভার্সিড এবং অ্যাথলেটিক্সের ২০১৩ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপের মতো আসরও এই স্টেডিয়ামটিতে অনুষ্ঠিত হয়। এটিকে ২০১৮ ফিফা বিশ্বকাপের মূল স্টেডিয়াম  করা হয় এবং ফাইনালসহ টুর্নামেন্টের ৭ টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
স্টেডিয়ামটি অতীতে বিভিন্ন সময়ে সিএসকে মস্কো, টরপেডো মস্কো এবং স্পার্টাক মস্কোর মত ক্লাবগুলো তাদের হোম গ্রাউন্ড হিসাবে ব্যবহার করা হয়েছে, তবে স্টেডিয়ামে বর্তমানে কোন ক্লাব নেই। বর্তমানে রাশিয়ার জাতীয় ফুটবল দলের হোম ভেন্যু হিসাবে এটি প্রধানত ব্যবহৃত হয়।এছাড়া  বিভিন্ন ক্রীড়া ইভেন্টের জন্য এবং কনসার্টের জন্য সময় সময় স্টেডিয়াম ব্যবহার করা হয়। এই স্টেডিয়াম রাশিয়ান স্থানীয় কাপ ফাইনাল হোস্ট করার জন্য ব্যবহৃত।
                                                     

স্টেডিয়ামের কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটানা:

১৯৫৪ ২৩ ডিসেম্বর, ১৯৫৪ সালে, তৎকালীন সোভয়েত  সরকার মস্কোর লুজনিকি এলাকায় একটি স্টেডিয়াম নির্মাণের একটি প্রস্তাবনা গ্রহণ করে।
১৯৫৬ স্টেডিয়ামটি আনুষ্ঠানিকভাবে ৩১ জুলাই ১৯৫৬ সালে খোলা হয়েছিল, স্টেডিয়ামটি মাত্র ৪৫০ দিনে নির্মিত হয়েছিল। এটি তৎকালীন সোভিয়েত ইউনিয়নের জাতীয় স্টেডিয়াম ছিলো, এবং বর্তমানে রাশিয়ার জাতীয় স্টেডিয়াম।
১৯৮০ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে স্টেডিয়ামটি মূল স্থান ছিল, সেই সময় দর্শকের ক্ষমতা ছিল ১০৩,০০। এই স্টেডিয়ামে হোস্টিং ইভেন্টগুলির মধ্যে ছিল উদ্বধোনী এবং সমাপনী অনুষ্ঠান, অ্যাথলেটিক্স, ফুটবল ফাইনাল এবং ব্যক্তিগত ব্যান্ড গ্রান্ড প্রিক্স।
১৯৮২ সালের ২০ অক্টোবর, এফসি স্পার্টাক মস্কো এবং এইচএফসি হার্ললেমের মধ্যকার একটি উয়েফা কাপের ম্যাচে দর্শকদের মধ্যে সংঘর্ষ ঘটে। সেদিন ওই এলাকায় নিহতের হয় ৬৬ জন, ঘটনাটি রাশিয়ান ক্রীড়া প্রতিযোগিতার কলংকজনক অধ্যায়ের সৃষ্টি করে।
১৯৯২ সালে, স্টেডিয়ামের নাম পরিবর্তন করে লুজনিকি স্টেডিয়াম।
১৯৯৯ সালে স্টেডিয়ামটিতে উয়েফা কপের ফাইনাল অনুষ্ঠিত হয়। যে ,ম্যাচে ফারসী ক্লাব অলিম্পিক মার্শেইকে পরাজিত করে ইতালিয়ান ক্লাব পার্মা।
২০০৮ সালে স্টেডিয়ামটিতে ম্যানচেস্টার ইউনাইটেড এবং চেলসীর মধ্যকার উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনাল অনুষ্ঠীত হয়।
২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল সহ গুরুত্বপূর্ণ ৭টি ম্যাচ আয়োজন করতে চলেছে লুজনিকি।
                                                 
রাশিয়া বিশ্বকাপে লুজনিকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচ সমূহ
তারিখ                                                  দল                                                            রাউন্ড
১৪ জুন, ২০১৮                         রাশিয়া বনাম সৌদি আরব                                গ্রুপ এ
১৭ জুন, ২০১৮                         জার্মানি বনাম মেক্সিকো                                   গ্রুপ এফ
২০ জুন, ২০১৮                         পর্তুগাল বনাম মরোক্কো                                   গ্রুপ বি
২৬ জুন, ২০১৮                          ডেনমার্ক বনাম ফ্রান্স                                      গ্রুপ সি
১ জুলাই, ২০১৮                             বি – ১ বনাম এ – ২                                        শেষ ১৬
১১ জুলাই, ২০১৮          বিজয়ী ম্যাচ: ৫৯  বনাম বিজয়ী ম্যাচ: ৬০                সেমিফাইনাল
১৫ জুলাই, ২০১৮     বিজয়ী ম্যাচ: ৬১ বনাম বিজয়ী ম্যাচ: ৬২               ফাইনাল

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates