স্বপ্নের দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দিতে গিয়ে ভেসে গেলে আমেরিকার রিও গ্রান্ড নদীতে!! বাংলাদেশের দুই হতভাগ্য তরুণের নিথর মরদেহ মিলেছে যুক্তরাষ্টের টেক্সাসের রিও গ্রান্ড নদীতে। দু’জনই বাংলাদেশী নাগরিক নিশ্চিত করেছে যুক্তরাষ্টের স্থানীয় কর্তৃপক্ষ। তবে কর্তৃপক্ষের নিকট এদের ঠিকানা নেই। স্থানীয় হাসপাতালে তাদের মরদেহ সংরক্ষণ করা আছে।
বাংলাদেশ থেকে সাউথ ও সেন্ট্রাল আমেরিকার বিভিন্ন দেশ পাড়ি দিয়ে মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে ঢোকার সময় টেক্সাসের রিও গ্রান্ড নদী তে ডুবে মারা যায় তারা। দু’জনেরই বাড়ী নোয়াখালী জেলাতে। ছবিতে প্রথম জনের নাম মাইনুল হাসান হৃদয় বাড়ি বেগমগঞ্জ আর শেষের জনের নাম নাঈম বাড়ি সোনাইমুড়িতে ।
নিহত নোয়াখালীর মাইনুল হাসান হৃদয় বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের মীরআলীরপুর গ্রামের আবুল হাশেমের ছেলে আর সোনাইমুড়ির নাঈমের বিস্তারিত ঠিকানা এখনো পাওয়া যায়নি।
ছবি দেখে মাইনুল হাসানের খালাতো ভাই নিউইয়র্কের বাসিন্দা বোরহান উদ্দীন নিশ্চিত করেছেন, এই ছবি তাঁর খালাতো ভাইয়ের। আর মাইনুল হাসান হৃদয়ের বয়স ২১ বছর বলে জানা গেছে।
এর আগে গত বছরের এই সময় আরমান নামের আরও একজন বাংলাদেশির মৃতদেহ পাওয়া গিয়েছিল রিও গ্র্যান্ডি নদীতে। টেক্সাসের এল প্যাসো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় আটককৃতদের মধ্যে বাংলাদেশি ছিল ২৭০ জনের মতো, যেটা অন্য সব দেশের অভিবাসনপ্রত্যাশীর চেয়ে বেশি বলে জানিয়েছিল ইমিগ্রেশন পুলিশ।
No comments:
Post a Comment