চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ মে পর্যন্ত ৩ হাজার ৪শ’ ৩ জন বাংলাদেশিসহ মোট ১৭ হাজার ৮শ’ ৬৯ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়া পুলিশ। মালয়েশিয়ার অভিবাসন বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
গত ২৬ মে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক মোস্তাফার আলী সাংবাদিকদের বলেন, গত পাঁচ মাসে মালয়েশিয়ান পুলিশ ইন্দোনেশিয়ার ছয় হাজার ৩শ’ ১৫ জন, বাংলাদেশের তিন হাজার ৪শ’ ৩ জন, ফিলিপাইনের এক হাজার ৯শ’ ৫৬ জন, মিয়ানমারের এক হাজার ৭শ’ ৪৮ জন এবং অন্যান্য দেশের অবৈধ শ্রমিকদের আটক করেছে। অভিবাসন কর্মকর্তারা অবৈধ শ্রমিকদের ধরতে এখনও অভিযান চালিয়ে যাচ্ছে এবং অভিবাসন বিভাগ গ্রেপ্তারকৃত শ্রমিকদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করেছে বলেও জানান তিনি।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগ থেকে জানানো হয়েছে, অবৈধ প্রবাসীদের আটক অভিযানে শুধু শ্রমিক নয়, অবৈধ অভিবাসীদের কাজ দেয়ার জন্য ৪শ’ ৫৫ নিয়োগকর্তাকেও আটক করেছেন তারা। এছাড়াও নতুন করে প্রায় ৭৪ হাজার শ্রমিকের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক মোস্তাফার আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছর এখন পর্যন্ত অবৈধ অভিবাসী বিরোধী মোট ৬ হাজার ১৯টি অভিযান পরিচালনা করেছে বিভাগটি।
অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার প্রক্রিয়ায় সবেচেয়ে বেশি আবেদন করেছেন বাংলাদেশিরা। এখন পর্যন্ত ৪ লাখ ৮২ হাজার ৫শ’ ৩৫ জন বাংলাদেশি বৈধ হওয়ার জন্য আবেদন করেছেন। এছাড়াও এই একই সময়ে স্বেচ্ছায় আত্মসমর্পণ বা থ্রি প্লাস ওয়ান প্রকল্পের অধীনে ৯২ হাজার ২৮০ জন নিবন্ধন করেছেন এবং গত ৫ মাসে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
উল্লেখ্য, দেশটিতে আটক হওয়া মোট অভিবাসীর সংখ্যা ৭ লাখ ৪৪ হাজার ৯শ’ ৪২ জন। এদের জামিন নিতে ৮৩ হাজার ৯শ’ ১৯ জন নিয়োগকর্তা আবেদন করেছেন।
No comments:
Post a Comment