বিশ্বকাপ সামনে রেখে প্রতিদিনই অনুশীলন করছেন ব্রাজিল সুপারস্টার নেইমার। তাকে ঘিরে আশাও বাড়ছে। এমন সময় তার ইনজুরিগ্রস্ত পায়ের উন্নতি ‘প্রত্যাশার চেয়েও ভালো’ বলে দাবি করলেন ব্রাজিল জাতীয় দলের ট্রেনার।
গত ২৫ ফেব্রুয়ারি প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে লিগ ম্যাচ খেলার সময় পায়ের পাতার হাড় (ম্যাটাটারসাল) ভেঙে যায় নেইমারের। সেই থেকে তিনি মাঠের বাইরে। ব্রাজিলের টিম চিকিৎসক রদ্রিগো লাসমারের অধীনে অস্ত্রোপচার করানো হয় ব্রাজিলেই। পিএসজির হয়ে এ মৌসুমে তিন মাস খেলা হয়নি। তবে তিতে ঠিকই নেইমারকে বিশ্বকাপ স্কোয়াডে রাখেন। খেলোয়াড়টি নিজেও বিশ্বকাপের আগেই সেরে ওঠার আশাবাদ শোনান। এবার দলের ট্রেনার ও চিকিৎসকরা সুখবর দিলেন ব্রাজিলের সমর্থকদের।
ট্রেনার ফ্যাবিও মাহসেরেদিয়ান বলেন, ‘তার মতো অ্যাথলিট কতদূর যেতে পারবে জানি না। কিন্তু তার উন্নতি প্রত্যাশার চেয়েও ভালো। আমরা তার গতি ফেরানোরও চেষ্টা করছি, যাতে সে ম্যাচের গতির সঙ্গে মানিয়ে নিতে পারে। এছাড়া রুটিন অনুযায়ীই তার দেখাশোনা করা হচ্ছে।’
ব্রাজিলের ট্রেনার আরো বলেন, ‘বিশ্বকাপে আমাদের প্রথম ম্যাচের প্রায় এক মাস আগে আমরা প্রস্তুতি নিতে শুরু করেছি। আর গ্রুপ পর্ব শেষ হতে এখনো এক মাসেরও বেশি বাকি। প্রতিদিনের পর্যবেক্ষণ, দলের সঙ্গে অনুশীলন এবং দেখাশোনা... সবকিছু ঠিকমতোই চলছে। ছোট্ট মাঠে ১১ জনের সঙ্গে ১১ জনের খেলায় সে কেমন করে, তা-ই এখন দেখার বিষয়।’
বিশ্বকাপ শুরু হতে আর ২০ দিন বাকি। ১৪ জুন পর্দা উঠবে রাশিয়া বিশ্বকাপের। যদিও ব্রাজিলের বিশ্বকাপ মিশন শুরু হবে ১৭ জুন সুইজারল্যান্ড ম্যাচ দিয়ে। তাই নেইমার আরো তিনদিন বেশি সময় পাচ্ছেন নিজেকে তৈরি করার।
গত মাসে নেইমারের অস্ত্রোপচার দলের অন্যতম সদস্য লাসমার খেলোয়াড়টির ইনজুরির অবস্থা নিয়ে বলেন, ‘সে ক্রমেই তার স্বাভাবিক চলাফেরা করতে পারছে। পরবর্তী পদক্ষেপ হলো দলীয় অনুশীলন এবং ব্রাজিলের হয়ে ম্যাচ খেলা। তাকে স্বাভাবিক করতেই সবকিছু করানো হচ্ছে।
এদিকে জুভেন্টাস ফরোয়ার্ড ডগলাস কস্তাও পড়েছেন ঊরুর ইনজুরিতে। তাকে নিয়ে খানিকটা অনিশ্চয়তা থাকলেও ব্রাজিলের মেডিকেল স্টাফরা বলছেন, বিশ্বকাপ শুরুর আগেই তিনি ফিট হয়ে উঠবেন। করিন্থিয়ান্স ডিফেন্ডার ফ্যাগনারও ইনজুরি থেকে সেরে উঠছেন।
ষষ্ঠ শিরোপার মিশনে নামার আগে তিতের দল এখন অনুশীলন করছে রিও ডি জেনিরোর পাহাড়ের ওপরে গ্রাঞ্জা ট্রেনিং গ্রাউন্ডে। সেখানে নেইমার-কুতিনহোরা যাতায়াত করছেন হেলিকপ্টারে। শনিবার পর্যন্ত তেরেসপোলিসের এ ক্যাম্পে অনুশীলনের পর তিতের দল ৮ জুন তাঁবু গাড়বে লন্ডনে। সেখানে দলের সঙ্গে যোগ দেবেন মার্সেলো, কাসেমিরো ও রবার্তো ফিরমিনো; যারা চ্যাম্পিয়ন্স লিগে অংশ নেবেন লিভারপুল কিংবা রিয়াল মাদ্রিদের হয়ে। স্কাই স্পোর্টস, বিবিসি
No comments:
Post a Comment