ওমানের বন্দরনগরী সালালাহ’তে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘মেকুনু’। এটি বর্তমানে সালালাহ্ থেকে ৫৭০ কিলোমিটার দূরে আরব সাগরের উত্তর-পূর্ব দিকে অবস্থান করছে। আগামী ৩৬ ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড়টি ভয়াবহ ও তীব্র হয়ে আঘাত হানতে পারে বলে ওমানের সিভিল এভিয়েশনের বরাত দিয়ে আরবি সংবাদমাধ্যম টাইমস অব ওমান জানিয়েছে।
ওমানের আবহাওয়া অফিস বলছে, ঘূর্ণিঝড়ে বাতাসের গতি ঘন্টায় ১১৭ থেকে ১৩৫ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। এ সময় সাগরের ঢেউ ৫ থেকে ৮ মিটার উচ্চতায় তীরে আছড়ে পড়তে পারে এবং পানি স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ মিটার উচ্চতায় ফুলে উঠতে পারে।
এদিকে, দেশটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ আবহাওয়া অনুকূলে না থাকায় ২৫ মে দিবাগত রাত থেকে সালালাহ্ বিমানবন্দর আগামী ২৪ ঘন্টার জন্য বন্ধ ঘোষণা রাখার সিদ্ধান্ত নিয়েছে। ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে উপকূল থেকে নিরাপদ স্থানে জনসাধারণকে সরিয়ে নিচ্ছে দেশটির নিরাপত্তা কর্মীরা।
বিশ্লেষকরা বলছেন, ৬৬ বছরের মধ্যে এই প্রথম ওমানের সালালাহ্তে শক্তিশালী কোনো ঘূর্ণিঝড় আঘাত হানতে যাচ্ছে। শুক্রবার (২৫ মে) ও শনিবার (২৬ মে) ঘূর্ণিঝড়টি প্রবল বেগে ওমানের বন্দরনগরী সালালাহ-তে আঘাত হানতে পারে।
No comments:
Post a Comment