তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আহূত ট্রাক ধর্মঘটের কারণে শুক্রবার ব্রাজিলের গাড়ি শিল্প পুরোপুরি বন্ধ ছিল। ধর্মঘটে দেশজুড়ে সরবরাহ ব্যবস্থা মারাত্মক ব্যাহত হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয় বলে জানায় নির্মাতাদের একটি সংগঠন। খবর এএফপি।
ধর্মঘটের পঞ্চম দিনে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব মোটর ভেহিকল ম্যানুফ্যাকচারার্স জানায়, ব্রাজিলের গাড়ি ম্যানুফ্যাকচারিংয়ের অ্যাসেম্বলি লাইন বন্ধ হয়ে আছে। এ ধর্মঘট রফতানিকারকসহ তাদের সবার ওপর গুরুতর প্রভাব ফেলবে।
ধর্মঘটে অংশ নেয়া সংগঠনগুলোর বেশ কয়েকজন প্রতিনিধির সঙ্গে সরকার বৃহস্পতিবার একটি চুক্তিতে পৌঁছেছে বলে ঘোষণা দেয়া হলেও শুক্রবার বেশকিছু রাস্তা বন্ধ করে ধর্মঘট পালন করা হয়। এছাড়া রিফাইনারিতে যাওয়ার পথঘাটও বন্ধ করে দেয়া হয়।
ধর্মঘটের ফলে অর্থনীতির অন্যান্য ক্ষেত্রের সঙ্গে উড়োজাহাজ শিল্পেও ক্ষতিকর প্রভাব পড়ছে। ব্রাসিলিয়ার বিমানবন্দর জানায়, তাদের কেরোসিনের মজুদ ফুরিয়ে গেছে। ফলে আমেরিকান এয়ারলাইনস যুক্তরাষ্ট্রের মায়ামি থেকে সকালে ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় পৌঁছানোর কথা এমন একটি ফ্লাইট ও বিকালে ফিরতি ফ্লাইটটি বাতিল করে দেয়।
দেশটির অন্য প্রধান প্রধান শহরেও বেশির ভাগ গ্যাস স্টেশন ফাঁকা ছিল। বাসসেবাও খুবই সীমিত আকারে অব্যাহত আছে।
গ্লোবো নিউজ চ্যানেলে সম্প্রচারিত চিত্রে দেখা যায়, পাইকারি দোকানগুলো প্রায় সরবরাহশূন্য এবং অনেক সুপারমার্কেটে তাজা পণ্যের সংকট চলছে।
No comments:
Post a Comment