কৃষিপ্রধান দেশ ব্রাজিলে উল্লেখযোগ্য পরিমাণে ভুট্টা উৎপাদন হয়। ২০১৭-১৮ মৌসুমে দেশটিতে খাদ্যপণ্যটির আবাদ আগের তুলনায় কমতে পারে। একই সঙ্গে দেশটির ভুট্টা উৎপাদনকারী অঞ্চলগুলোয় প্রয়োজনের তুলনায় কম বৃষ্টিপাতের জের ধরে খাদ্যপণ্যটির উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে ২০১৭-১৮ মৌসুমে দেশটিতে ভুট্টা উৎপাদনের প্রাক্কলন আগের প্রতিবেদনের তুলনায় ৪ দশমিক ৫ শতাংশ কমিয়েছে রিও ডি জেনিরোভিত্তিক কৃষিবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান এজিরুরাল। খবর বিজনেস রেকর্ডার।
প্রতিষ্ঠানটির সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, ২০১৭-১৮ মৌসুমে ব্রাজিলে সব মিলিয়ে ৫ কোটি ৭২ লাখ টন ভুট্টা উৎপাদন হতে পারে, যা প্রতিষ্ঠানটির আগের প্রাক্কলনের তুলনায় ৪ দশমিক ৫ শতাংশ কম। এবারের মৌসুমে দেশটিতে ভুট্টা আবাদের আওতায় জমির ব্যবহার আগের মৌসুমের তুলনায় ২ দশমিক ৮৪ শতাংশ কমে ১ কোটি ৭১ লাখ হেক্টরে দাঁড়াতে পারে। মৌসুম শেষে এর প্রভাব পড়বে দেশটির সামগ্রিক ভুট্টা উৎপাদনে। একই সঙ্গে মৌসুমজুড়ে ব্রাজিলের ভুট্টা উৎপাদনকারী অঞ্চলগুলোয় খরা পরিস্থিতি খাদ্যপণ্যটির উৎপাদন কমাতে পারে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
No comments:
Post a Comment