শরীরের ওজন একটু বেশি। তাই বিমানে চড়ার সুযোগ কেড়ে নেওয়া হয়েছে ৫৭ জন কেবিন ক্রু'র। এর মধ্যে বেশ কয়েকজন বিমানসেবিকাও রয়েছেন।
'এয়ার ইন্ডিয়া'র পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে ওজন কমালে তারা ফের বিমানে চড়তে পারবেন। তার আগে ওই কেবিন ক্রু-দের করতে হবে 'গ্রাউন্ড জব'।
'অ্যাভিয়েশন রুল' অনুযায়ী, কেবিন ক্রু’দের ফিট সার্টিফিকেট পেতে হয়। মেডিকেল টেস্টের মাধ্যমেই ঠিক হয়, কে ফিট, কে সাময়িক আনফিট, আবার কে পার্মানেন্ট আনফিট।
হিন্দুস্তান টাইমসের খবর বলছে, ওই ৫৭ জন কেবিন ক্রু'র মেডিকেল চেক-আপের সময় দেখা গেছে, তারা 'ওভারওয়েট'। তাই, তাদের বিমানে চড়ার অনুমতি কেড়ে নিয়ে দেওয়া হয়েছে গ্রাউন্ড জব।
এ ব্যাপারে এয়ার ইন্ডিয়ার এক কর্মকর্তা জানিয়েছেন, 'ওই কেবিন ক্রু’দের আগেও সতর্ক করা হয়েছিল। নির্দিষ্ট সময়ের মধ্যে তারা ওজন কমাতে ব্যর্থ হয়েছেন। তাই, তাদের গ্রাউন্ডে ডিউটি দেওয়া হয়েছে।'
অ্যাভিয়েশনের গাইডলাইন অনুযায়ী, পুরুষ কেবিন ক্রু’দের বডি মাস ইনডেক্স (বিএমআই) থাকা উচিত ১৮-২৫। মহিলাদের ক্ষেত্রে তা হওয়া উচিত ১৮-২২। কোনো পুরুষের বিএমআই ২৫-২৯.৯ হয়ে গেলে তাকে ওভারওয়েট বলে ধরে নেওয়া হয়। মহিলাদের ক্ষেত্রে সেই সীমা ২২-২৭। পুরুষদের ক্ষেত্রে বিএমআই ৩০ হওয়া মানে সেই ব্যক্তি স্থূলকায় বলে গণ্য হবেন। কোনো মহিলা কেবিন ক্রুর বিএমআই ২৭ হলে তাকে স্থূলকায় বলে গণ্য করা হয়।
কোনো কেবিন ক্রু ওভারওয়েট হলে অ্যাভিয়েশনের গাইডলাইন অনুযায়ী তাকে ওজন কমানোর জন্য ৩ মাস সময় দেওয়া হয়। তাকে অস্থায়ীভাবে অনুপযুক্তও ঘোষণা করা হয়। কিন্তু এরপরও ১৯ মাস পর্যন্ত বিমানে চড়ার অনুমতি পান ওই ক্রু মেম্বার। এই সময়সীমার মধ্যে ওজন কমাতে ব্যর্থ হলে তাকে স্থায়ী অনুপযুক্ত বা পার্মানেন্টলি আনফিট বলে ঘোষণা করা হয়।
No comments:
Post a Comment