বুধবার রাতে দুর্ঘটনার সময় হোটেল রিগিওপিয়ানোতে অতিথি ও শ্রমিক মিলে প্রায় ৩০ জন ছিল বলে জানিয়েছেন ইতালির নাগরিক সুরক্ষা বিভাগের প্রধান ফ্যাবরিজিও কারসিকে।
অন্য কর্মকর্তা জানিয়েছেন, গ্রান সাসো পাহাড় এলাকায় গত কয়েকদিন প্রচণ্ড তুষারপাতের ফলে সেখানকার রাস্তাঘাট পাঁচ মিটার পুরো বরফে ঢেকে গেছে। এ কারণে উদ্ধারকারী দলের ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পেতে হয়েছে। তবে এখনই কারও মৃত্যুর খবর বলা ঠিক হবে না বলে মনে করছেন এ কর্মকর্তারা।
ইতালীর জাতীয় ফায়ার ব্রিগেডের মুখপাত্র লুকা ক্যারি বলেন, হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছছেন। তারা বরফ খুঁড়ে হোটেলে থাকা লোকজনদের উদ্ধারের চেষ্টা করছেন।
No comments:
Post a Comment