যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার সাথে দ্বি-পাক্ষিক সম্পর্কোন্নয়নে তার পূর্বসূরি বারাক ওবামার চেয়ে আলাদা পদক্ষেপ নেবেন বলে প্রত্যাশা ভেনিজুয়েলার।
রবিবার ভেনিজুয়েলার পররাষ্ট্র মন্ত্রী ডেলসি রদ্রিগুয়িজ টেলিভিশনকে দেয়া এক সাক্ষাতকারে বলেন, ‘আমরা আশা করছি ট্রাম্প অযৌক্তিক কোন পথে হাঁটবেন না এবং তিনি এটা বুঝবেন, আগের সরকারের কার্যকর করা নির্বাহী আদেশ তাকে বাতিল করতে হবে।’
ওবামা একটি নির্বাহী আদেশ জারি করে বলেন, দক্ষিণ আমেরিকার এ দেশ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য একটি বড় হুমকি।’ এমন কথা ঘোষণার পরপরই এ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার ঝড় ওঠে। তিনি বলেন, আশা করা হচ্ছে ট্রাম্প বার্ষিক সংশোধনের সময় এ নির্দেশ আর নবায়ন করবেন না।
তিনি বলেন, ভেনিজুয়েলা মতপার্থক্য দূর করার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের সাথে সংলাপ অব্যাহত রাখবে। উল্লেখ্য, ওবামার এ বিতর্কিত নির্বাহী আদেশ ২০১৫ সালের মার্চ মাসে জারি করা হয়। এএফপি।
Tuesday, January 24, 2017
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment