বাংলাদেশের সংক্ষিপ্ত ফরম্যাটের অধিনায়ক তিনি। বরাবরই বলে এসেছেন টি-টোয়েন্টি ফরম্যাটটা তার পছন্দ নয়।
তার মধ্যে বাংলাদেশের টি-টোয়েন্টি রেকর্ড তেমন সুবিধার নয়। তারও আগে থেকে কিছু কিছু গণমাধ্যম মাশরাফির অবসর নিয়ে আগ্রহ দেখিয়ে আসছে। সব মিলিয়ে ওয়ানডেতে দেশকে একের পর এক সাফল্য এনে দেওয়া মাশরাফি এখন টি-টোয়েন্টি থেকে অবসরের কথা ভাবছেন।
ইনজুরির আঘাতে আঘাতে জর্জরিত ম্যাশ টেস্ট ক্রিকেটে খেলছেন না সেই ২০০৯ সাল থেকে। গতকাল রবিবার কিউইদের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পরপরই অবসরের ঘোষণা দেওয়ার কথা বলেছিলেন তিনি। গত দুই বছরে টানা ৬ সিরিজ জেতা বাংলাদেশ নিউজিল্যান্ড সফরে গিয়ে টানা ৬ ম্যাচ হারল। হলো হোয়াইটওয়াশ। এই ব্যাপারটাও হয়তো অধিনায়ক মাশরাফির মনে কাজ করছে। কিন্তু তাকে বাধা দেন খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে দেশে ফিরেই নাকি ম্যাশ অবসরের ঘোষণা দেবেন।
বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরীর সাথে এক ফোনালাপের ব্যাপারে বিসিবি সভাপতি বলেছেন, "শনিবার ওর কাছে শুনলাম, মাশরাফি নাকি ঘোষণা দেবে যে এটাই ওর শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি। শুনে আমি বললাম, ওকে বলে দাও ঘোষণা দিলে সেটা বাংলাদেশে এসে আনুষ্ঠানিকভাবেই দেবে। ওখানে কেন?"
উল্লেখ্য, শেষ টি-টোয়েন্টিতে ডান হাতের আঙুলে চোট পেয়ে মাশরাফি এখন প্রায় দুই মাসের বিশ্রামে। তার বুড়ো আঙুল ভেঙে গেছে। ভালো চিকিৎসার জন্য বেড়ানোর পাশাপাশি তিনি অস্ট্রেলিয়ায় গিয়ে ভাল ডাক্তার দেখাবেন। দেশে আসার আগে তার অবসর নিয়ে এই ধোঁয়াশা কাটবে বলে মনে হয়না।
No comments:
Post a Comment