পাহাড়ি চমৎকার প্রাকৃতিক দৃশ্যাবলী, সাদা বালির বিচ আর বিশ্বের সেরা খাবারের স্বাদ তাইওয়ানকে করেছে অনন্য। চীনের ক্লাসিকাল স্থাপত্যের সাথে পরিচয়ও হবে আপনার এখানে। তাইওয়ান অগুণতি বিস্ময়ের সমন্বয়। একবার ঘুরে আসুন আর নিজেকে পান অভাবনীয় সব বিস্ময়ের মাঝে।
তাইপেই
বিশ্বের সর্বোচ্চ ভবন তাইপেই ১০১ এখানে অবস্থিত। ১০১ তলা দালানটি একটি মূর্তিমান বিস্ময়। দালানের স্থাপত্য ধরণ, প্রকৌশলবিদ্যার প্রয়োগ অবাক করে দেবে আপনাকে। আর এর ছাদ থেকে পুরো শহর দেখার সুযোগ মিস করবেন না কোনভাবেই।
ন্যাশনাল প্যালেস মিউজিয়াম
চাইনিজ চিত্রকলার ভান্ডারের সাথে পরিচিত হতে চান? অবশ্যই যাবেন এই জাদুঘরে। এখানে বিশ্বের চাইনিজ শিল্পকলার সবচেয়ে বেশী কালেকশান রয়েছে। এই সংগ্রহশালাটি তৈরি করেছেন চীনের সম্রাটেরা হাজারো বছরের ধারায়। ৭ লাখ ভিন্ন ভিন্ন সৃষ্টিকর্ম রয়েছে এখানে। এই সম্পদ অমূল্য।
তারাকো গর্জ
পাহাড়ের উপর দিয়ে চলে গেছে আঁকাবাঁকা সর্পিল রাস্তা। এ রাস্তায় একবার ভ্রমণ করলে যে কোন রোমাঞ্চকর যান্ত্রিক অভিজ্ঞতা ফিকে লাগবে আপনার চোখে। পথ চলে গেছে পাহাড় বেয়ে, যেখানে খাদ, নদী বা ঝর্ণা সেখানে গড়ে উঠেছে ব্রীজ। চোখ ধাঁধানো সুন্দরের মাঝে এই অভিযাত্রা আপনার অভিজ্ঞতার ঝুলিতে হয়ে থাকবে চিরস্মরণীয়।
কেন্ডিং ন্যাশনাল পার্ক
তাইওয়ানের ক্রান্তীয় দক্ষিণাঞ্চলের বিশাল প্রাকৃতিক এলাকা নিয়ে এই ন্যাশনাল পার্ক গড়ে উঠছে। সান বাথ এবং ডাইভিং এর জন্য জনপ্রিয় এই পর্যটন এলাকাটি। সবুজে সবুজে ছেয়ে আছে এখানকার দীর্ঘ এলাকা, সাদা বালির বিচ, নীল জল সব মিলিয়ে মনোমুগ্ধকর পরিবেশ যা মনকে প্রশান্ত করে, দেয় অনাবিল আনন্দ।
তাইনান
মন্দির এবং টি হাউজ এর জন্য বিখ্যাত এই শহরটি তাইওয়ানের ৪র্থ বৃহৎ শহর। ঐতিহ্য এবং ইতিহাস এই শহরকে করেছে অনন্য। দিনের বেলা তো বটেই রাতের তাইনান আপনার জন্য অপেক্ষা করছে ভিন্ন সৌন্দর্য্য নিয়ে। শহর যেন ঘুমায় না এখানে। ঘুরে বেড়াতে পারেন চা বাগানে, স্বাদ নিতে পারেন নানান রকম চায়ের।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment