চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, বাণিজ্যযুদ্ধে কোনো দেশ বিজয়ী হতে পারবে না। সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে তিনি বলেন, বৈশ্বিক সমস্যার জন্য অর্থনৈতিক বিশ্বায়নকে দায়ী করা যাবে না।
তিনি বলেন, বৈশ্বিক অর্থনৈতিক সমস্যার জন্য দায়ী অত্যধিক মুনাফার পেছনে ছোটা। ডোনাল্ড ট্রাম্পের সংরক্ষণবাদী বাণিজ্য নীতির সমালোচনা হিসেবেই তার এই ভাষণ বিবেচিত হচ্ছে। ট্রাম্প ক্রমাগত চীনের বাণিজ্য নীতির সমালোচনা করেছেন। চীনের বিরুদ্ধে ১২ শতাংশ বাণিজ্য শুল্ক আরোপ করার হুমকি দিয়েছিলেন। নির্বাচনী প্রচারণার সময়ে বলেছিলেন, ৪৫ শতাংশ কর আরোপ করা চীনের উপর।
জিনপিং বলেন, সবার মুক্ত বাণিজ্যের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ থাকা উচিত। সংরক্ষণবাদীতার খোঁজ করা অনেকটা নিজেকে অন্ধকার রুমে আটকে রাখার মতো। এর মাধ্যমে হয়তো বাতাস ও বৃষ্টি বন্ধ করা যাবে কিন্তু সঙ্গে আলো ও বাতাস ও বন্ধ হয়ে যাবে। তিনি বলেন, বৈশ্বিক সহযোগিতার মাধ্যমে আয় বৈষম্য ও অনুপযুক্ত বৈশ্বিক শাসনপদ্ধতি সংশোধন করতে হবে।
চীনের প্রেসিডেন্ট বলেন, অনেকেই বিশ্বায়ন ‘প্যান্ডোরা বক্সের’ সঙ্গে তুলনা করে যাতে বিশ্বের সব অশুভ নিহিত। কিন্তু অবশ্যই সিরিয়ার শরণার্থী সমস্যা কিংবা ২০০৮ সালের অর্থনৈতিক সংকটের জন্য দায়ী নয়। বিবিসি।
No comments:
Post a Comment