Tuesday, January 17, 2017
স্থূলতা কমাতে 'ফ্যাট ট্যাক্স' বসানোর চিন্তা!
স্বাস্থ্য সমস্যরা আশঙ্কা রয়েছে এমন সব খাবারের ওপর 'ফ্যাট ট্যাক্স' বসানোর চিন্তা করছে ভারত সরকার।
জাঙ্ক ফুড নিয়ে বিশ্বব্যাপী চিকিৎসকদের ঘোরতর আপত্তি রয়েছে। এবার একই পথে হাঁটতে চলছে ভারত সরকারও।
হিন্দুস্তান টাইমস বলছে, আগামী পহেলা ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি পার্লামেন্ট সাধারণ বাজেট উপস্থাপন করবেন। সব ঠিক থাকলে সে বাজেট প্রস্তাবেই 'ফ্যাটি ট্যাক্স' চালুর বিষয়টি থাকবে। এই কর বসানো হবে সেই সব খাবারে; যা থেকে স্বাস্থ্য সমস্যার আশঙ্কা রয়েছে।
ইদানীং ভারতে এমন কিছু অসুখের প্রবণতা বেড়েছে, যার পেছনে রয়েছে জীবনযাপন পদ্ধতি। এই জীবনযাপন পদ্ধতি খাদ্যাভাসেও বদল এনেছে। আর এর শিকার হচ্ছে সব বয়সের মানুষ।
সরকার তাই জাঙ্ক ফুডের ওপর রাশ টানতে চাইছে। সেই লক্ষ্যে 'ফ্যাট ট্যাক্স' আরোপ করে খাবারগুলো দাম বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ফলে সাধারণ মানুষের মধ্যে জাঙ্ক ফুড খাওয়ার প্রবণতা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এবেলা বলছে, বিভিন্ন ঠান্ডা পানীয়, প্যাকেটজাত খাবার ও অতিরিক্ত লবণযুক্ত খাবারের ওপর এই কর বসানো হতে পারে। ভারতে স্থূলতা আক্রান্ত মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। এই প্রবণতা কমাতেই নতুন এই কর চালুর কথা ভাবছে কেন্দ্রীয় সরকার।
Labels:
আন্তর্জাতিক
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment