ইয়েমেনে প্রায় দুই বছরের সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ১০ হাজারে পৌঁছেছে। সেইসঙ্গে আহতের সংখ্যা ৪০ হাজার। তাছাড়া ৪০ লাখ লোকের জন্য জরুরি ভিত্তিতে ত্রাণ সহায়তা প্রয়োজন বলে মঙ্গলবার জাতিসংঘ মানবিক সহায়তা বিষয়ক দপ্তর জানিয়েছে।
এই প্রথমবারের মতো দেশটির হতাহতের সংখ্যা নিয়ে জাতিসংঘের ঘোষণা এল। দি অফিস ফর দ্য কো-অরডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স জেমি ম্যাকগোল্ড্রিক জানিয়েছেন, স্বাস্থ্য সুবিধা নিতে যারা তাদের কাছে এসেছেন এসব মানুষের ওপর ভিত্তি করে গণনাটি করা হয়েছে। তবে এ সংখ্যা আরো অনেক বেশি হতে পারে। তিনি বলেন, নিরাপত্তা, মর্যাদা ও মৌলিক চাহিদা পূরণে ক্ষতিগ্রস্তদের জরুরি সহায়তা প্রদান করা প্রয়োজন। নিউ ইয়র্কে জাতিসংঘের ডেপুটি মুখপাত্র ফারহান হক বলেন, আর বিলম্ব না করে পরিস্থিতির সমাধান করা প্রয়োজন। এখানে লোকজনকে চরম মূল্য দিতে হচ্ছে।
২০১৫ সালের মার্চে হুতি বিদ্রোহী ও এর মিত্র বাহিনীর সঙ্গে লড়াইয়ে নামে সৌদি নেতৃত্বাধীন যৌথ বাহিনী। মূলত ইয়েমেনি সরকার সৌদি আরবে পালিয়ে আসলে হুতিরা রাজধানী সানা দখলে নিয়ে নেয়। দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থনে জোট লড়াইয়ে নামে। এদিকে সোমবার এক প্রতিবেদনে জানা গেছে, শাবওয়া প্রদেশে হুতি ও সরকারপন্থী বাহিনীর মধ্যকার সংঘর্ষে ৩৪ জন নিহত ও ১৬ জন আহত হওয়ার খবর পাওয়া যায়। আল জাজিরা।
No comments:
Post a Comment