আজ ভোররাতে রিও ডি জেনিরোতে এক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল ব্রাজিল-কলম্বিয়া। দুই দেশের স্থানীয় লিগ থেকে বেছে নেওয়া খেলোয়াড়দের ম্যাচে ১-০ গোলে জিতেছে ব্রাজিল। ৪৭ মিনিটে পালমেইরাস মিডফিল্ডার দুদুর দেওয়া গোলটি ফেরাতে পারেনি সফরকারী দল। তবে জয় পরাজয় এ ম্যাচে মুখ্য ছিল না। দুই মাস আগে ভয়ংকর বিমান দুর্ঘটনায় প্রায় ধ্বংস হতে বসেছিল ব্রাজিলীয় ফুটবল ক্লাব শাপেকোয়েনস। ৭১ জনের মৃত্যু ঘটেছিল সে দুর্ঘটনায়। ২২ জন ফুটবলারের মাঝে বেঁচে ফেরেন মাত্র তিনজন। সে ঘটনায় বেঁচে ফেরাদের সাহায্যের জন্যই আয়োজিত হয়েছিল এ ম্যাচ। আজ তো আসলে জয় হয়েছে মানবতার।
ম্যাচের শুরুটাই হলো শাপেকোয়েনসের হারিয়ে যাওয়া ফুটবলারদের স্মরণ করে। ছবি: এএফপি।
No comments:
Post a Comment