ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পরে দখলকৃত পূর্ব জেরুজালেমে নতুন বসতি স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছে ইসরাইল। জেরুজালেমের ইসরাইলি ডেপুটি মেয়র বলেন, এখন আমরা বসতি নির্মাণ করতে পারবো।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এই বসতি স্থাপনের নিন্দা করে প্রস্তাব পাশের পর এটির অনুমোদনে ইসরাইলি প্রধানমন্ত্রী দেরি করেন। বারাক ওবামার পরোক্ষ ইঙ্গিতে যুক্তরাষ্ট্র এই প্রস্তাবে ভোট দেয়া থেকে বিরত থাকে। এতে সেই সময়ের মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করলেও এই প্রস্তাবে অনুমোদন দেয়া থেকে বিরত থাকে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু।
পূর্ব জেরুজালেমে বসতি স্থাপন আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ, কিন্তু ইসরাইল সেটি মানতে রাজি নয়। রবিবার মন্ত্রিপরিষদ বৈঠকে নেতানিয়া্হু অনুমোদনের পরে বলেন, তিনি এই বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলবেন। তিনি বলেন, আমাদের ইসরাইল-ফিলিস্তিন, সিরিয়া পরিস্থিতি ও ইরানি হুমকির ইস্যু নিয়ে আলোচনা হবে। বিবিসি।
No comments:
Post a Comment