ব্রাজিলে এক বিমান দুর্ঘটনায় সুপ্রিম কোর্টের একজন বিশিষ্ট বিচারক নিহত হয়েছেন। রিও ডি জেনিরোর প্রায় ২৫০ কিলোমিটার দক্ষিণে পারাতির কাছে বিমানটি বিধ্বস্ত হয়।
দুর্ঘটনাস্থল থেকে আরো দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে। তিওরি জাভাস্কি (৬৮) নামের এ বিচারক ব্রাজিলের রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোব্রাসের ব্যাপক দুর্নীতির তদন্ত তদারকির দায়িত্ব পালন করছিলেন। দুর্নীতির ঘটনায় গত দু’বছরের বেশি সময়ে তদন্তের অংশ হিসেবে অনেক রাজনীতিবিদকে গ্রেফতার করা হয়।
প্রসিকিউটররা বলেন, রাজনীতিবিদরা অনেক অর্থের বিনিময়ে বিভিন্ন বেসরকারি কোম্পানিকে কাজ পাইয়ে দেন। জাকাভাস্কির বিমান প্রচণ্ড বৃষ্টিপাতের মধ্যে সমুদ্রে বিধ্বস্ত হয়। প্রেসিডেন্ট মিশেল তিমার জাভাস্কির মৃত্যুতে তিনদিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। তিনি জাভাস্কিকে খুব ভাল মানুষ হিসেবে উল্লেখ করে বলে, তিনি ছিলেন ব্রাজিলের নাগরিকদের গর্বের প্রতীক। এএফপি।
No comments:
Post a Comment