নিউজিল্যান্ডের বিপক্ষে ২য় টেস্টে ৯ উইকেটে হারলো বাংলাদেশ ক্রিকেট দল। শেষ ইনিংসে বাংলাদেশের দেয়া ১০৯ রানের টার্গেট মাত্র এক উইকেট হারিয়েই টপকে যায় কিউইরা। নিউজিল্যান্ডের টম ল্যাথাম ৪১ রান করেন আর কলিন গ্র্যানহোম করেন ৩৩ রান।
এর আগে দ্বিতীয় ইনিংসে ১৭৩ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। জয়ের জন্য নিউজিল্যান্ডের লক্ষ্য দেয় ১০৯ রান।
প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের পরও ২৮৯ রান করতে সক্ষম হয় বাংলাদেশ। জবাবে দুইদিন ব্যাট করে ৩৫৪ রানে অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড। চতুর্থদিন মাঠে নেমে নিউজিল্যান্ডের বোলিং আক্রমণের সামনে কোন প্রতিরোধই গড়তে পারেনি বাংলাদেশ। ৫৮ রানে ২ উইকেট হারানো বাংলাদেশ ১০০ রানে হারায় প্রথম সারির ৬ ব্যাটসম্যান। শেষ সময় তাসকিন ও রাব্বি জুটি ৫১ রান যোগ করায় ১৫০ রান পার হয় দলীয় স্কোর। সৌম্য ও মাহমুদুল্লাহ রিয়াদের পর দলের পক্ষ সর্বোচ্চ ৩৩ ও ২৫ রান করেন তাসকিন ও রাব্বি। শেষ সময় রুবেল হোসেনকে সাথে নিয়ে রাব্বি রানের চাকা আরো একটু সচল করতে পারতেন। কিন্তু সেই পথ বন্ধ করে দেন নিউজিল্যান্ডের সাউদি।
No comments:
Post a Comment